চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

নববর্ষের সকালে সুনীল গাভাসকর-ময় হয়ে থাকল মোহনবাগান। প্রয়াত চুনী গোস্বামী নামাঙ্কিত গেট উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার। তিনি চুনী গোস্বামীকে ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডম্যান বলে অভিহিত করলেন।

| Updated : Apr 15 2023, 05:11 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নববর্ষের সকালে সুনীল গাভাসকর-ময় হয়ে থাকল মোহনবাগান। প্রয়াত চুনী গোস্বামী নামাঙ্কিত গেট উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার। চুনী গোস্বামী ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলতেন। সেই স্মৃতিচারণা করলেন গাভাসকর। রঞ্জি ট্রফি ফাইনালে তৎকালীন বম্বে দলের বিরুদ্ধে অসাধারণ লড়াই করেওএ অল্পের জন্য শতরান পাননি চুনী গোস্বামী। স্লিপে থাকা গাভাসকরও ক্যাচ নিয়ে তাঁকে আউট করেন। সে কথাও এদিন উল্লেখ করলেন লিটল মাস্টার। তিনি চুনী গোস্বামীকে ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডম্যান বলে অভিহিত করলেন। মঞ্চে ছিলেন চুনী গোস্বামীর স্ত্রী, মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু, সচিব দেবাশিস দত্ত, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়। জয় মোহনবাগান বলে সমর্থকদের খুশি করে দিলেন গাভাসকর। গান গাইলেন বাবুল। সবমিলিয়ে পয়লা বৈশাখের সকালে বাগানের শোভা অনেকগুণ বেড়ে গেল।

Related Video