সংক্ষিপ্ত
২০২২-এর আইপিএল-এ গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই দলকে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক পান্ডিয়া। এবারও অধিনায়ক হিসেবে সাফল্য পাচ্ছেন এই অলরাউন্ডার।
গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বড় শংসাপত্র দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে হার্দিকের তুলনা করেছেন। গাভাসকরের মতে, ধোনির মতোই অধিনায়কত্বের অনেক গুণ রয়েছে হার্দিকের। এই দুই অধিনায়কের তুলনা করে গাভাসকর বলেছেন, ‘অনেক সময় অধিনায়ক নিজের ব্যক্তিত্ব ও দলের ব্যক্তিত্ব একইরকম রাখতে চায়। কিন্তু দলের ব্যক্তিত্ব ও অধিনায়কের ব্যক্তিত্ব আলাদা হতে পারে। দলের উপর নিজের ব্যকিত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না হার্দিক। ও গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে ভালো কাজ করছে। ও অধিনায়ক হিসেবে ছাপ ফেলেছে।’
আইপিএল-এ অধিনায়কত্ব করার আগে পর্যন্ত হার্দিককে অনেকেই দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিতেন। কিন্তু অধিনায়ক হওয়ার পর বদলে গিয়েছেন এই অলরাউন্ডার। গতবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস। এবারও পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে হার্দিকের দল। আইপিএল-এ অধিনায়ক হিসেবে যতগুলি ম্যাচ খেলেছেন হার্দিক, তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে দল। ফলে অধিনায়ক হিসেবে তাঁর প্রশংসা প্রাপ্য। সতীর্থরা যেমন অধিনায়ক হার্দিকের প্রশংসা করছেন, তেমনই প্রাক্তন ক্রিকেটাররাও এই সাফল্যের জন্য গুজরাট টাইটানসের নেতাকেই কৃতিত্ব দিচ্ছেন।
ধোনির সঙ্গে হার্দিকের তুলনা করে গাভাসকর বলেছেন, 'এম এস ধোনির সঙ্গে হার্দিক পান্ডিয়ার অনেক মিল আছে। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির কাছ থেকে অনেককিছু শিখেছে হার্দিক। অধিনায়ক হিসেবে ধোনির যে গুণগুলি আছে, সেগুলি নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছে হার্দিক।'
হার্দিকের প্রশংসা করে সতীর্থ বিজয় শঙ্কর বলেছেন, ‘হার্দিক সত্যিই আক্রমণাত্মক। ও সবসময় কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। ও সবসময় দলের জন্য ভালো কিছু করতে চায়। ও নতুন বলে বোলিং করে। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে আমাদের যখন রোহিত শর্মার উইকেট দরকার ছিল তখন হার্দিকই সেই উইকেট নেয়। অধিনায়ক হিসেবে ও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে।’
মঙ্গলবার পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস। সেই ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখাই হার্দিকদের লক্ষ্য। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মহম্মদ সামি, জশুয়া লিটল, নূর আহমেদ, শুবমান গিল, ডেভিড মিলার, বিজয়রা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়।
আরও পড়ুন-
IPL 2023: অধিনায়ক হিসেবে ১০ বছর পূর্ণ, রোহিতের প্রশংসায় মুম্বই ইন্ডিয়ানসের সতীর্থরা
IPL 2023: ম্যাচের বং বদলে দেন বিজয় শঙ্কর, জয়ের পর মন্তব্য হার্দিক পান্ডিয়ার
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান