IPL 2023: রুতুরাজ, কনওয়ের অসাধারণ ইনিংস, দিল্লির বিরুদ্ধে বড় স্কোর চেন্নাইয়ের

এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জিতলেই প্লে-অফে নিশ্চিত হয়ে যাবে সিএসকে।

জিতলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করা নিশ্চিত। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল চেন্নাই সুপার কিংস। গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। এই দুই ব্যাটারই অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন। ৫০ বলে ৭৯ রানের অসাধারণ ইনিংস খেলেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। ৫২ বলে ৮৭ রান করেন কনওয়ে। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা শিবম দুবে ৯ বলে ২২ রান করেন। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫ রান করে অপরাজিত থাকেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ৩ উইকেটে ২২৩ রান করল সিএসকে।

দিল্লি ক্যাপিটালসের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেন খলিল আহমেদ। তিনি ৪ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন। ২ ওভার বোলিং করে ৩২ রান দেন ললিত যাদব। ৩ ওভার বোলিং করে ৩২ রান দেন অক্ষর প্যাটেল। ৪ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন অ্যানরিক নর্খিয়ে। ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন চেতন সাকারিয়া। ৩ ওভার বোলিং করে ৩৪ রান দেন কুলদীপ যাদব।

Latest Videos

 চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছেন, ‘আপনারা যদি ম্যাচের শুরুতে বলতেন, ২২৩ রান করতে পারব কি না, তাহলে আমি হাত কামড়াতাম। রুতুরাজ ও কনওয়ে ভালো ব্যাটিং করল। আমরা বড় স্কোর করেছি। তবে আমাদের ভালো বোলিং করতে হবে। আমাদের দলের হয়ে যারা খেলছে তারা আমাকে বলেছে, এটাই চলতি মরসুমে সবচেয়ে ভালো উইকেট। তবে পরে উইকেট কিছুটা মন্থর হয়ে গিয়েছে। রুতুরাজ ও কনওয়ের জুটি জমে উঠেছে। ওরা একে অপরকে সাহায্য করে। এই জুটি আমাদের দলকে সাহায্য করছে। এমএস-এর হাঁটুর চোট পুরোপুরি সরেনি। ও ঠিকমতো ছুটতে পারছে না। তবে ও নিজেকে সামলে নিচ্ছে।’

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জিতলেই প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যাবে। দিল্লি ক্যাপিটালস আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ফলে ডেভিড ওয়ার্নারদের কাছে এই ম্যাচের গুরুত্ব খুব বেশি নেই।

আরও পড়ুন-

IPL 2023: কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের হয়ে খেলবেন রিঙ্কু, আশাবাদী হরভজন

IPL 2023: ইডেনে মহারণ, কলকাতা নাইট রাইডার্সের সামনে 'সবুজ-মেরুন' লখনউ সুপার জায়ান্টস

IPL 2023: আনক্যাপড প্লেয়ার হিসেবে এক মরসুমে সবচেয়ে বেশি রান, অনন্য রেকর্ড যশস্বীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report