IPL 2023: কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের হয়ে খেলবেন রিঙ্কু, আশাবাদী হরভজন

Published : May 20, 2023, 03:27 PM IST
Rinku Singh

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ যশস্বী জয়সোয়াল, রিঙ্কু সিংয়ের মতো ব্যাটাররা নজর কেড়ে নিয়েছেন। ভবিষ্যতে তাঁরা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন বলে আশাবাদী হরভজন সিং।

কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন বলে আশাবাদী প্রাক্তন তারকা হরভজন সিং। তিনি রিঙ্কুর প্রশংসা করেছেন। এই ব্যাটারকে অন্যরকম ক্ষমতাবান ক্রিকেটার বলে উল্লেখ করেছেন হরভজন। তাঁর মতে, এবারের আইপিএল-এ কেকেআর-এর হয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন রিঙ্কু। আন্দ্রে রাসেল এবার পার্থক্য গড়ে দিতে পারছেন না। আইপিএল-এর সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে হরভজন বলেছেন, 'এখন আর রাসেল নয়, কেকেআর-এর এক্স-ফ্যাক্টর হয়ে উঠেছে রিঙ্কু। রাসেলের যুগ শেষ হয়ে গিয়েছে। এখন রিঙ্কুর সময়। রিঙ্কুকে যদি ব্যাটিং অর্ডারে উপরের দিকেও পাঠানো হয়, তাহলেও ও নিজের ভূমিকা ভালোভাবেই পালন করতে পারবে। ও অন্যরকম ক্ষমতাশালী ক্রিকেটার। আমরা কিছুদিনের মধ্যেই ওর মাথায় ভারতীয় দলের টুপি দেখতে পাব।'

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীও রিঙ্কুর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'কলকাতা নাইট রাইডার্সের নায়ক রিঙ্কু সিং। ওর মানসিকতা অত্যন্ত শক্তিশালী। ও কঠিন পরিস্থিতিতেও অনায়াসে ব্যাটিং করতে পারে। ও লড়াই করতে তৈরি। যে ম্যাচগুলিতে কঠিন লড়াই হয়, সেই ম্যাচগুলিতেই খেলতে ভালোবাসে রিঙ্কু। কঠিন পরিস্থিতিতে ভালো পারফরম্যান্স দেখানোর ক্ষমতাই রিঙ্কুকে অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা করে দিয়েছে।'

এবারের আইপিএল-এ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে যশ দয়ালের বলে ৫টি ওভার-বাউন্ডারি মেরে কেকেআর-কে অবিশ্বাস্য জয় এনে দিয়ে সারা ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নেন রিঙ্কু। ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও শেষ ওভারে কেকেআর-কে জয় এনে দেন রিঙ্কু। আরও কয়েকটি ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রিঙ্কু। এবারের আইপিএল-এ ১৩ ম্যাচ খেলে ৪০৭ রান করেছেন এই ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ১৪৩.৩১। ব্যাটিংয়ের গড় ৫০.৮৮। এই পারফরম্যান্স দেখে অনেকেই বলতে শুরু করেছেন, জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া উচিত রিঙ্কুর। 

শনিবার লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররা। ক্রুণাল পান্ডিয়ার দল এই ম্যাচ জিতলেই প্লে-অফ খেলা নিশ্চিত করে ফেলবে। পয়েন্ট তালিকায় ৩ নম্বরে লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কেকেআর-কে জিততেই হবে। তবে এদিন জিতলেও কেকেআর-এর প্লে-অফে খেলা নিশ্চিত হচ্ছে না। অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআর-কে। 

আরও পড়ুন-

IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ

IPL 2023: এত ভালো দল হয়েও পয়েন্ট তালিকায় ৫ নম্বরে থাকা বেদনাদায়ক, বললেন সঞ্জু

IPL 2023: আনক্যাপড প্লেয়ার হিসেবে এক মরসুমে সবচেয়ে বেশি রান, অনন্য রেকর্ড যশস্বীর

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?