IPL 2023: আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫০টি অর্ধশতরানের রেকর্ড বিরাটের

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলির। আরও কয়েকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন বিরাট।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পর আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫০টি অর্ধশতরানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৬ বলে ৫৫ রানের ঝকঝকে ইনিংস খেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। এদিন আইপিএল-এ ২৩৩ নম্বর ম্যাচ খেলতে নামেন বিরাট। নিজের শহর দিল্লিতেই তিনি অসাধারণ নজির গড়লেন। ওয়ার্নার এখনও পর্যন্ত আইপিএল-এ ৫৯টি অর্ধশতরান করেছেন। পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান আইপিএল-এ এখনও পর্যন্ত ৪৯টি অর্ধশতরান করেছেন। আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭,০০০ রানের রেকর্ডও গড়েছেন বিরাট। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১২ রান করার পরেই এই নজির গড়েন বিরাট। একই ম্যাচে তিনি জোড়া নজির গড়লেন।

চলতি আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট। এখনও পর্যন্ত ৬টি অর্ধশতরান করেছেন এই তারকা ব্যাটার। ১০ ম্যাচে তাঁর মোট রান ৩৭৫। ব্যাটিংয়ের গড় ৪৫.৫০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৮৭। ২০২১ সালের আইপিএল-এ প্রথম ব্যাটার হিসেবে ৬,০০০ রান করার নজির গড়েন বিরাট। তার আগে ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সুরেশ রায়নার পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএল-এ ৫,০০০ রান করেন আরসিবি তারকা। এবার প্রথম ব্যাটার হিসেবে আইপিএল-এ ৭,০০০ রান টপকে গেলেন বিরাট

Latest Videos

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের শেষে মাঠেই বিপক্ষ দলের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বিরাটের। এই ঘটনার জেরে বিরাট ও গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা হয়। সেই ঘটনার রেশ কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন বিরাট। লখনউ থেকে দিল্লিতে এসে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি মন্দিরে পুজো দিতে যান বিরাট। জিমে পরিশ্রম করতেও দেখা যায় তাঁকে। এত বছরের অভিজ্ঞতায় বিরাট ভালোভাবেই জানেন, মুখে নয়, ব্যাটের মাধ্যমেই যাবতীয় সমালোচনার জবাব দিতে হয়। ঠিক সেটাই করলেন আরসিবি তারকা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর দল ৪ উইকেটে ১৮১ রান করে। বিরাটের সঙ্গে ওপেন করতে নেমে ৪৫ রান করেন ডু প্লেসি। ২৯ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন মহীপাল লোমরোর। দীনেশ কার্তিক করেন ১১ রান। ৮ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত।

আরও পড়ুন-

Sachin 50: গ্রামে গিয়ে স্ত্রী-মেয়ের সঙ্গে রান্না, ৫০ বছরে নতুন শখ সচিনের

IPL 2023: মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে সিএসকে

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today