IPL Final: রবিবার আইপিএল ফাইনালে কারা হতে পারেন ধোনি-হার্দিকের তুরুপের তাস?

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল। ৪ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।

ভারতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ধোনিকে বরাবরই সম্মান করেন হার্দিক। রবিবার আইপিএল ফাইনালে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের লড়াই হতে চলেছে। পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ধোনি ও হার্দিক। আইপিএল-এ এখনও পর্যন্ত ৪ বার লড়াই হয়েছে সিএসকে ও গুজরাটের। এর মধ্যে ৩ বার জয় পেয়েছেন হার্দিক। কিন্তু এবারের আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন ধোনিরা। চিপকে হারের বদলা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিতে মরিয়া গুজরাট টাইটানস। গতবার এই স্টেডিয়ামেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শুবমান গিল, ঋদ্ধিমান সাহারা। এবারও চ্যাম্পিয়ন হওয়াই তাঁদের লক্ষ্য। অন্যদিকে, পঞ্চমবার চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ানসের রেকর্ড স্পর্শ করাই সিএসকে-র লক্ষ্য। ২ দলই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে ফাইনালে তীব্র লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা। একপেশে ম্যাচ হবে না বলেই আশা প্রাক্তন ক্রিকেটারদের। 

আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের সবচেয়ে বড় ভরসা শুবমান গিল। এবারের আইপিএল-এ ৮০০-র বেশি রান করেছেন এই তরুণ ওপেনার। গত ৪ ম্যাচে ৩টি শতরান করেছেন এই ব্যাটার। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রান করেন শুবমান। এই ইনিংসই গুজরাট টাইটানসকে ফাইনালে পৌঁছতে সাহায্য করে। এবার ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে পরপর ২ বার চ্যাম্পিয়ন করাই শুবমানের লক্ষ্য। চেন্নাই সুপার কিংসের বোলাররা আবার যত দ্রুত সম্ভব বিপক্ষের এই ওপেনারকে ডাগআউটে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। শুবমান সেট হয়ে গেলে তাঁকে থামানো কঠিন। বিজয় শঙ্কর, সাই সুদর্শন, হার্দিক, রাহুল তেওয়াটিয়ার উপরেও ভরসা করছে গতবারের চ্যাম্পিয়নরা। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগের ভরসা ওপেনার রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, অম্বাতি রায়াডু, ধোনি, রবীন্দ্র জাদেজা। 

Latest Videos

এবারের আইপিএল-এ যে ৩ জন বোলার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তাঁদের সবাইকেই রবিবার ফাইনালে পাচ্ছেন হার্দিক। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। দ্বিতীয় সর্বাধিক উইকেট রশিদ খানের। তৃতীয় স্থানে মোহিত শর্মা। নূর আহমেদ, জশুয়া লিটলও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি গুজরাট টাইটানসের বোলাররা। 

চেন্নাই সুপার কিংসের বোলারদের মধ্যে এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তুষার দেশপাণ্ডে, দীপক চাহার, মইন আলি, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা। ফাইনালে গুজরাট টাইটানসের ব্যাটারদের সমস্যায় ফেলতে তৈরি সিএসকে-র বোলাররা।

আরও পড়ুন-

IPL Closing Ceremony: সুপার বোলের মতো ম্যাচের মাঝপথে আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান

IPL Final: বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের চেয়ে এগিয়ে গুজরাট টাইটানস, মত ইরফান পাঠানের

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report