এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। পরপর ২ ম্যাচে হেরে গেল রোহিত শর্মার দল।
৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের লড়াই খুব একটা জমল না। উত্তেজক লড়াইয়ের বদলে একপেশে ম্যাচ হল। সহজ জয় পেল গুজরাট। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০৭ রান করে হার্দিক পান্ডিয়ার দল। আইপিএল-এ এটাই গুজরাট টাইটানসের সর্বাধিক স্কোর। জবাবে ৯ উইকেটে ১৫২ রান করেই থেমে যায় মুম্বই ইন্ডিয়ানস। ফলে ৫৫ রানে জয় পেল গুজরাট। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন হার্দিকরা। চেন্নাই সুপার কিংসেরও ৭ ম্যাচে ১০ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে মহেন্দ্র সিং ধোনির দল। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস। তবে এদিন মুম্বই হেরে গেলেও, উজ্জ্বল হয়ে উঠলেন অর্জুন তেন্ডুলকর। প্রথমে ২ ওভার বোলিং করে ৯ রান দিয়ে ঋদ্ধিমান সাহার উইকেট নেওয়ার পর আইপিএল-এ প্রথমবার ব্যাটিং করতে নেমে ৯ বলে ১৩ রান করেন অর্জুন।
এদিন ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলেই অর্জুনের বলে কটি বিহাইন্ড হয়ে যান ঋদ্ধিমান (০)। তবে অপর ওপেনার শুবমান গিল অসাধারণ ব্যাটিং করেন। এই তরুণ ব্যাটার ৩৪ বলে ৫৬ রান করেন। তিনি ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। হার্দিক করেন ১৩ রান। বিজয় শঙ্কর করেন ১৯ রান। ২২ বলে ৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ডেভিড মিলার। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ২১ বলে ৪২ রান করেন অভিনব মনোহর। তিনি ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন রশিদ খান।
মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি রান দেন ক্যামেরন গ্রিন। তিনি ২ ওভারে ৩৯ রান দেন। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন পীযূষ চাওলা। ১ উইকেট করে নেন অর্জুন, জেসন বেহরেনডর্ফ, রিলি মেরেডিথ ও কুমার কার্তিকেয়।
রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারায় মুম্বই। ৮ বলে ২ রান করে হার্দিকের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান রোহিত। এরপর ৪৩ থেকে ৫৯ রানের মধ্যে ৪টি উইকেট হারায় মুম্বই। ঈশান কিষাণ করেন ১৩ রান। গ্রিন করেন ৩৩ রান। তিলক ভার্মা করেন ২ রান। ২৩ রান করেন সূর্যকুমার যাদব। ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান টিম ডেভিড। ২১ বলে ৪০ রান করেন নেহাল ওয়াধেরা। ১৮ রান করেন চাওলা। ৩ রান করে অপরাজিত থাকেন বেহরেনডর্ফ। গুজরাটের হয়ে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন নূর আহমেদ। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন মোহিত শর্মা। ১০ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক।
আরও পড়ুন-
IPL 2023: স্লো ওভার রেট, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের জরিমানা
IPL 2023: ইডেনে বিরাটদের ঘোল খাইয়েছিলেন বরুণরা, চিন্নাস্বামীতেও সেই আশায় কেকেআর
Sachin Tendulkar Birthday: জীবনের ৫০ পূর্ণ সচিনের, শুভেচ্ছা সারা ক্রিকেট দুনিয়ার