IPL 2023: চিপকের উইকেটের উপযোগী বোলার আছে, চেন্নাইকে হুঁশিয়ারি শুবমানের

বিরাট কোহলির মতোই পরপর ২ ম্যাচে শতরান করে এবারের আইপিএল-এ সাড়া ফেলে দিয়েছেন গুজরাট টাইটানসের তরুণ ওপেনার শুবমান গিল। মঙ্গলবার কোয়ালিফায়ার ১-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী শুবমান।

Web Desk - ANB | Published : May 22, 2023 3:43 PM
110
নিজের খেলা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে বলেই সাফল্য পাচ্ছেন, জানালেন শুবমান

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-এ সাফল্য পাওয়া সম্পর্কে শুবমান গিল বলেছেন, নিজের খেলা খুব ভালো বোঝেন তিনি। নিজে কেমন খেলোয়াড়, সেটাও জানেন। সেই কারণেই তিনি সাফল্য পাচ্ছেন।

210
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অপরাজিত শতরান শুবমান গিলের

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন শুবমান গিল। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি।

310
এবারের আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জেতার লড়াইয়ে ফাফ ডু প্লেসিকে চ্যালেঞ্জ শুবমান গিলের

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ৬৮০ রান করেছেন শুবমান গিল। অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে শীর্ষে থাকা ফাফ ডু প্লেসি করেছেন ৭৩০ রান। তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে শুবমানের সামনে।

410
কোয়ালিফায়ার ১-এর আগে চেন্নাই সুপার কিংসকে হুঁশিয়ারি দিলেন শুবমান গিল

মঙ্গলবার ঘরের মাঠ চিপকে কোয়ালিফায়ার ১ খেলবে চেন্নাই সুপার কিংস। কিন্তু শুবমান গিলের দাবি, ঘরের মাঠে খেলার সুবিধা পাবেন না মহেন্দ্র সিং ধোনিরা। বরং তাঁদের সমস্যায় ফেলে দেবে গুজরাট টাইটানস।

510
রবিবারের ম্যাচের পর সতীর্থ বিজয় শঙ্করের প্রশংসা করেছেন শুবমান গিল

রবিবার বিজয় শঙ্করের সঙ্গে জুটিতে ১২৩ রান যোগ করেন শুবমান গিল। সতীর্থর প্রশংসা করে শুবমান বলেছেন, 'উইকেটে নতুন বল থমকে যাচ্ছিল। শিশির পড়ার ফলে বল ভিজে যাচ্ছিল। আমার মনে হয়, শুরুতে বিজয় শঙ্কর রানের জন্য একটু বেশি চেষ্টা করছিল। ও ছন্দ পাওয়ার পর বড় শট খেলা শুরু করে।' 

610
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে নিজেদের বোলিং আক্রমণ নিয়ে আশাবাদী শুবমান

কোয়ালিফায়ার ১-এর আগে শুবমান গিল বলেছেন, 'চেন্নাইয়ের উইকেটে ভালো বোলিং করার মতো বোলার আছে আমাদের দলে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ে উত্তেজক ম্যাচ হতে চলেছে। আশা করি আমরা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে যাব।' 

710
নিজের দক্ষতা প্রয়োগ করাই আসল, শতরান সম্পর্কে মন্তব্য করেছেন শুবমান গিল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শতরান সম্পর্কে শুবমান গিল বলেছেন, 'শুরুটা ভালো করে তারপর সেটাকে বড় ইনিংসে পরিণত করাই আমার লক্ষ্য থাকে। আমার এই পরিকল্পনা সফল হচ্ছে। নিজের দক্ষতা প্রয়োগ করাই আসল।' 

810
শুবমান গিল-বিজয় শঙ্করকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গুজরাট টাইটানসের অধিনায়ক

সতীর্থদের প্রশংসা করে গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, 'ছেলেরা যেরকম শান্তভাবে খেলছিল, সেটা অসাধারণ। ছন্দ ধরে রাখাই আমাদের লক্ষ্য ছিল। আমরা সবকিছুই ঠিকভাবে করতে পেরেছি।' 

910
দলের সবার মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেয় শুবমান গিল, মন্তব্য হার্দিক পান্ডিয়ার

সতীর্থ শুবমান গিলের প্রশংসা করে গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, 'ও যখন ভালো শট খেলতে শুরু করে, তখন অন্যরকম শুবমান গিল হয়ে যায়। ও বিপক্ষ দলকে কোনওরকম সুযোগ দেয় না। দলের অন্য ব্যাটারদেরও আত্মবিশ্বাসী করে তোলে ও।' 

1010
চেন্নাই সুপার কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস

এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল গুজরাট টাইটানস। কোয়ালিফায়ার ১-এও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী গতবারের চ্যাম্পিয়নরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos