IPL 2023: প্লে-অফে যেতে না পারলে নিজেরাই দায়ী থাকব, বার্তা রোহিত শর্মার

১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এবারের আইপিএল-এর লিগ পর্যায় শেষ করল মুম্বই ইন্ডিয়ানস। রবিবার শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস। অসাধারণ পারফরম্যান্স দেখালেন রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন। অপরাজিত শতরান করলেন গ্রিন।

Web Desk - ANB | Published : May 21, 2023 2:41 PM IST
110
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর প্লে-অফের আশায় মুম্বই ইন্ডিয়ানস

আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। তবে এখনও প্লে-অফে যাওয়া নিশ্চিত হয়নি। গুজরাট টাইটানস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে রোহিত শর্মাদের।

210
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত শতরান করেন ক্যামেরন গ্রিন

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ৩৭ বলে ৫৬ রান করেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। এই দুই ব্যাটারের দাপটেই জয় পেল মুম্বই ইন্ডিয়ানস।

310
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে অসাধারণ বোলিং করলেন আকাশ মাধওয়াল, নিলেন ৪ উইকেট

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন আকাশ মাধওয়াল। ১ উইকেট নেন ক্রিস জর্ডান। 

410
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভালো ব্যাটিং করলেন দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও বিভ্রান্ত শর্মা

সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার বিভ্রান্ত শর্মা ৬৯ ও ময়ঙ্ক আগরওয়াল ৮৩ রান করেন। আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। 

510
নিজেরা ম্যাচ জিততে চেয়েছিলেন, অন্য কিছু নিয়ে ভাবেননি, দাবি রোহিত শর্মার

মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমাদের মাথায় ছিল, এই ম্যাচ জিততেই হবে। অন্য কোথায় কী হচ্ছে সেটা নিয়ে কিছু ভাবিনি। যা আমাদের নিয়ন্ত্রণে আছে শুধু সেটা নিয়েই ভাবছিলাম। তারপর আশায় থাকছি আমরা।’

610
মুম্বই ইন্ডিয়ানস প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারলে অন্য কাউকে দোষারোপ করা যাবে না, মন্তব্য রোহিতের

মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'আমি কারও সঙ্গে কথা বলিনি। আমরা যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারি, তাহলে নিজেদেরই দোষ দিতে হবে। আমরা যদি প্লে-অফে যেতে পারি, তাহলে আমি দলের সবাইকে কৃতিত্ব দেব।' 

710
গুজরাট টাইটানসের কাছে হেরে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আশায় রোহিত শর্মা

মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ' গত বছর আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সাহায্য করেছিলাম। আশা করি আমরা এবার যে ফল আশা করছি সেটাই হবে।' 

810
ক্রিজের অপর প্রান্তে রোহিত শর্মা থাকায় সুবিধা হয়েছে, বললেন ক্যামেরন গ্রিন

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসকে জেতানোর পর ক্যামেরন গ্রিন বলেছেন, ‘রোহিতের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে। আইপিএল-এ ওর অভিজ্ঞতা অনেক। ক্রিজের অপর প্রান্তে ওর নেতৃত্ব আমাকে সাহায্য করেছে।’

910
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও ম্যাচ হারের আফশোস রোহিতের

রোহিত শর্মা বলেছেন, 'অনেক ম্যাচেই আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে পারিনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮ বলে ৩৪ রানের মতো দরকার ছিল। সেই পরিস্থিতিতে আমরা হয়তো আরও ভালো খেলতে পারতাম।'

1010
ক্যামেরন গ্রিনের শতরান চেয়েছিলেন, জীবনের কঠিনতম সিঙ্গল নিয়েছেন, বললেন সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব বলেছেন, 'আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন সিঙ্গল নিয়েছি। ক্যামেরন গ্রিনের শতরান প্রাপ্য ছিল। আমাদের নেট রান রেটের দিকে তাকানোর দরকার ছিল না। তাই আমরা স্পেশাল ১০০ দেখতে চেয়েছিলাম।' 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos