IPL 2023: জয়ের কৃতিত্ব বোলারদেরই দিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার

মঙ্গলবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন এবং চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটানস।

অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটানসকে হারিয়ে চলতি আইপিএল-এ তৃতীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস। কম রান করার পরেও বোলারদের দাপটে জয় ছিনিয়ে নিল ডেভিড ওয়ার্নারের দল। এই জয়ের পর ওয়ার্নার বলেছেন, 'আমাদের বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখাল। আমাদের ব্যাটারদের সমস্যায় পড়তে হয়েছে। তবে তার জন্য (মহম্মদ) সামির কৃতিত্ব প্রাপ্য। আমন (হাকিম খান) ও রিপল (প্যাটেল) যেভাবে রান করল, তার জন্য ওদেরও কৃতিত্ব দিতে হবে। আমরা পরপর উইকেট হারাই।  রান আউট হতে আমার কোনওদিনই ভালো লাগে না। কিন্তু সেই রান আউটই হলাম। আমাদের ব্যাটিংয়ে কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। আমরা ইতিবাচক ব্যাটিং করার চেষ্টা করছিলাম কিন্তু ভালো ব্যাটিং করতে পারলাম না। বোলিং করার সময় আমরা স্যুইং আদায় করে নিতে চেয়েছিলাম। শুরুতে উইকেট তুলে নেওয়াই আমাদের লক্ষ্য ছিল।'

ওয়ার্নার আরও বলেছেন, ‘খলিল (আহমেদ) চোট সারিয়ে মাঠে ফিরে দারুণ পারফরম্যান্স দেখাল। ইশান্তের (শর্মা) বয়স যেন কমে যাচ্ছে। (রাহুল) তেওয়াটিয়া যখন দ্রুত রান তুলতে শুরু করে, তখন আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। ওর শেষদিকে দ্রুত রান তুলে ম্যাচ জেতানোর ব্যাপারে খ্যাতি আছে। অ্যানরিক (নর্খিয়ে) আমাদের দলের বোলারদের মধ্যে ডেথ ওভারে সবচেয়ে ধারাবাহিকভাবে বোলিং করছে। কিন্তু এই ম্যাচে ও ঠিকমতো বোলিং করতে পারল না। তবে ইশান্ত কী করবে সে ব্যাপারে ওর স্পষ্ট ধারণা ছিল। ও পরিকল্পনা ঠিকমতো কার্যকর করল। তার ফলেই আমরা জয় পেলাম।’

Latest Videos

ইশান্ত বলেছেন, ‘আমি নেটে অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমরা নতুন বলে বোলিং অনুশীলন করি। তবে একইসঙ্গে আমরা ওয়াইড ইয়র্কার দেওয়ার চেষ্টাও করি। সেই কঠোর পরিশ্রমের ফল পেলাম। আমি নিজের দক্ষতার উপর ভরসা রেখেছিলাম। ওয়াইড ইয়র্কার করে সাফল্য পেয়েছি। আমি নেটে নিজেকে তৈরি করেছি এবং প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা করেছি। প্রতিবার পরিকল্পনা কার্যকর করাই আমার লক্ষ্য ছিল। নিজের উপর বিশ্বাসও ছিল। আমি রাহুল তেওয়াটিয়ার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। ওর সঙ্গে খেলা আমার কাছে মজার। ও ব্যাট হাতে কী করতে পারে সেটা আমি জানি। সেই কারণে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হল। আমরা বোলাররা টার্গেট নিয়ে ভাবি না। আমরা শুধু পরিকল্পনা কার্যকর করার কথাই ভাবি। আশা করি এই জয়ের পর আমরা পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’

আরও পড়ুন-

IPL 2023: শেষ ওভারে ইশান্ত শর্মার কামাল, চমকপ্রদ জয় দিল্লি ক্যাপিটালসের

IPL 2023: মাঠে বিরাট-গম্ভীর বচসা, মিমের লড়াইয়ে সামিল কলকাতা পুলিশও

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার