IPL 2023: শেষ ওভারে ইশান্ত শর্মার কামাল, চমকপ্রদ জয় দিল্লি ক্যাপিটালসের

Published : May 02, 2023, 11:18 PM ISTUpdated : May 02, 2023, 11:43 PM IST
Delhi Capitals

সংক্ষিপ্ত

মঙ্গলবার আইপিএল-এ ছিল ১ নম্বর ও ১০ নম্বরের লড়াই। তবে পয়েন্ট তালিকায় বিশাল তারতম্য থাকলেও, গুজরাট টাইটানসের বিরুদ্ধে অসাধারণ লড়াই করল দিল্লি ক্যাপিটালস।

বাংলায় একটা প্রবাদ আছে, ‘পচা শামুকে পা কাটা।’ মঙ্গলবার ঠিক সেটাই হল চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটানসের। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হেরে গেল হার্দিক পান্ডিয়ার দল। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। হার্দিক ক্রিজে ছিলেন। কিন্তু অসাধারণ বোলিং করে দিল্লিকে চলতি আইপিএল-এ তৃতীয় ম্যাচ জেতালেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। হার্দিকের পক্ষে শেষ ওভারে একটিও বাউন্ডারি মারা সম্ভব হল না। রাহুল তেওয়াটিয়ার উইকেট নিয়ে এবং মাত্র ৬ রান দিয়ে দিল্লিকে জেতালেন ইশান্ত।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর দল অবশ্য বড় স্কোর করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করেই থেমে যায়। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হন। সর্বাধিক ৫১ রান করেন আমন হাকিম খান। ২৭ রান করেন অক্ষর প্যাটেল। রিপল প্যাটেল করেন ২৩ রান। ১০ রান করেন প্রিয়ম গর্গ। আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। অধিনায়ক ওয়ার্নার ওপেন করতে নেমে করেন ২ রান। অপর ওপেনার ফিল সল্ট (০) ম্যাচের প্রথম বলেই আউট হয়ে যান। রিলি রসু করেন ৮ রান। ৩ রান করে অপরাজিত থাকেন অ্যানরিক নর্খিয়ে। গুজরাট টাইটানসের হয়ে অসাধারণ বোলিং করেন বাংলার পেসার মহম্মদ সামি। তিনি ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন মোহিত শর্মা। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ খান।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহার (০) উইকেট হারায় গুজরাট টাইটানস। অপর ওপেনার শুবমান গিলও (৬) দ্রুত আউট হয়ে যান। বিজয় শঙ্কর (৬), ডেভিড মিলারও (০) ব্যর্থ হন। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। শেষপর্যন্ত লড়াই করেন হার্দিক। তিনি ৫৯ রান করে অপরাজিত থাকেন। অভিনব মনোহর করেন ২৬ রান। ২০ রান করেন তেওয়াটিয়া। ৩ রান করে অপরাজিত থাকেন রশিদ। দিল্লি ক্যাপিটালসের ২৩ রান দিয়ে ২ উইকেট নেন ইশান্ত। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন খলিল আহমেদ। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন নর্খিয়ে। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব।

আরও পড়ুন-

IPL 2023: বুধবার সামনে পাঞ্জাব কিংস, আইপিএল-এ নতুন নজিরের লক্ষ্যে রোহিত-সূর্যকুমার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ভারত

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের