IPL 2023: স্পিনারদের ব্যবহার করে বাজিমাতই লক্ষ্য ছিল, মুম্বই-বধের পর বললেন হার্দিক

মঙ্গলবার আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই হারিয়ে দিল গুজরাট টাইটানস। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একপেশে ম্যাচ হল। বিশেষ লড়াই করতে পারল না মুম্বই।

২০২২-এর আইপিএল-এ প্রথমবার অধিনায়ক হন হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করেন তিনি। এবারের আইপিএল-এও অধিনায়ক হিসেবে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন হার্দিক। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধেও অসাধারণ অধিনায়কত্ব করলেন হার্দিক। ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, 'আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এটাই আমার লক্ষ্য। টি-২০ মজার খেলা। একজোড়া ওভার-বাউন্ডারি ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। আমি স্বাভাবিক বোধ-বুদ্ধি অনুযায়ীই অধিনায়কত্ব করি। আমার ও আশু পা-র (আশিস নেহরা) মানসিকতা একইরকম। আমরা একইরকম সিদ্ধান্ত নিই। রশিদ (খান) ও নূরকে (আহমেদ) দিয়ে বোলিং করানোর সিদ্ধান্ত খুব সহজ কারণে নিয়েছিলাম। (ক্যামেরন) গ্রিন ও টিম ডেভিড বড় শট খেলতে পছন্দ করে। ওরা পেস বোলিং খেলতে পছন্দ করে। সেই কারণেই আমরা ওদের বিরুদ্ধে স্পিন বোলারদের ব্যবহার করতে চেয়েছিলাম। যে স্পিনারদের বোলিং খেলা কঠিন, সেই স্পিনারদেরই ব্যবহার করা আমাদের উদ্দেশ্য ছিল।'

হার্দিক আরও বলেছেন, ‘এর আগে আমরা ২টি ম্যাচ হেরে গিয়েছি। ফলে শেষপর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে চাইনি। অভিনব মনোহর কঠোর পরিশ্রম করে। সেই কারণেই ও সাফল্য পেল। ও রোজ নেটে ২ ঘণ্টা ধরে ব্যাটিং অনুশীলন করে। ইনিংসের শেষদিকে শট খেলার ক্ষেত্রে ও সেরা ব্যাটার। আমরা গত বছর ওর সঙ্গে কথা বলেছিলাম। ওকে বলেছিলাম, কয়েকটি বিষয়ে উন্নতি করতে হবে। এ বছর ও সেরা পারফরম্যান্স দেখাচ্ছে।’

Latest Videos

ম্যাচের সেরা মনোহর ২১ বলে ৪২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ম্যাচ শেষ হওয়ার পর এই ব্যাটার বলেছেন, ‘আমি সৌভাগ্যবান যে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছি। নেটে অনুশীলনের সময় আমরা যতক্ষণ খুশি ব্যাটিং করতে পারি।আমি দীর্ঘক্ষণ অনুশীলন চালিয়ে যাই। তার ফলে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। তারই সুফল পাচ্ছি। ছোটবেলা থেকেই আমার টাইমিং খুব ভালো হয়। এখনও সেই দক্ষতা আছে। এই পর্যায়ের ক্রিকেটে ভালো টাইমিং করতে পারা স্বপ্নের মতো। এই ম্যাচে পরিস্থিতির জন্য প্রথম বল থেকেই বড় শচ খেলতে পারছিলাম না। তবে আমি স্বাভাবিক খেলাই খেলতে পেরেছি।’

চলতি আইপিএল-এ ৭ ম্যাচ খেলে ৫টিতেই জয় পেল গুজরাট টাইটানস। হার ২ ম্যাচে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল হার্দিকের দল। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানোই গুজরাট টাইটানসের লক্ষ্য।

আরও পড়ুন-

IPL 2023: স্লো ওভার রেট, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের জরিমানা

IPL 2023: ইডেনে বিরাটদের ঘোল খাইয়েছিলেন বরুণরা, চিন্নাস্বামীতেও সেই আশায় কেকেআর

Sachin Tendulkar Birthday: জীবনের ৫০ পূর্ণ সচিনের, শুভেচ্ছা সারা ক্রিকেট দুনিয়ার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর