IPL 2023: সিএসকে-র অধিনায়ক হিসেবে আইপিএল-এ ২০০-তম ম্যাচ, সংবর্ধিত ধোনি

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের সাফল্যের মূলে অধিনায়য়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ধোনি। এখনও সেই সম্পর্ক অটুট।

আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোনও একটি দলের অধিনায়ক হয়ে ২০০টি ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে এই নজির গড়লেন ধোনি। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে ধোনিকে সংবর্ধনা দেওয়া হয়। ইন্ডিয়া সিমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর ও সিএসকে-র কর্ণধার এন শ্রীনিবাসন ধোনিকে সংবর্ধনা দেন। ধোনির হাতে একটি বিশেষ স্মারক তুলে দেন শ্রীনিবাসন। সিএসকে-র সঙ্গে যুক্ত প্রত্যেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন। সবাই ধোনিকে অভিনন্দন জানান। সিএসকে সমর্থকরাও ধোনিকে অভিবাদন জানান।

 

Latest Videos

২০০৮ সালে প্রথম আইপিএল শুরু হওয়ার আগে ধোনিকে অধিনায়ক করার কথা ঘোষণা করে সিএসকে। তারপর থেকে এই দলের অধিনায়ক হিসেবে ধোনিকেই দেখা যাচ্ছে। গতবারের আইপিএল-এ সিএসকে-র অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। কিন্তু এই অলরাউন্ডারের পক্ষে সেই দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। সেই কারণে ফের সিএসকে-র অধিনায়ক হয়েছেন ধোনি। তিনি যতদিন আইপিএল-এ খেলবেন, সিএসকে-র অধিনায়ক হিসেবেই থাকবেন। অনেকে বলছেন, এটাই হয়তো আইপিএল-এ ধোনির শেষ মরসুম। এবার খেলেই তিনি অবসর নেবেন। যদিও ধোনি সরাসরি এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। সিএসকে সমর্থকদের আশা, আরও কিছুদিন খেলবেন ধোনি।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ধোনি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করেছে রাজস্থান। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। ম্যাচের দশম বলেই আউট হয়ে যান ওপেনার যশস্বী জয়সোয়াল (১০)। সিএসকে-র হয়ে প্রথম উইকেট নেন তুষার দেশপাণ্ডে। আইপিএল যত এগোচ্ছে ততই নজর কেড়ে নিচ্ছেন এই পেসার। রাজস্থানের অপর ওপেনার জস বাটলার এই ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখান। তিনি করেন ৫২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা দেবদত্ত পাড়িক্কল করেন ৩৮ রান। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন অবশ্য রান পাননি। ২ বল খেলে ০ রানেই আউট হয়ে যান তিনি। রবিচন্দ্রন অশ্বিন ৩০ রান করেন বটে কিন্তু অনেক ডট বল খেলেন। তাঁর জন্য স্ট্রাইক পাননি বাটলার। ফলে রাজস্থানের রানের গতি কমে যায়। ৩০ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। ধ্রুব জুরেল করেন ৪ রান। জেসন হোল্ডার (০) প্রথম বলেই আউট হয়ে যান। অ্যাডাম জাম্পা করেন ১ রান। সিএসকে-র হয়ে ২ উইকেট করে নেন আকাশ সিং, দেশপাণ্ডে ও রবীন্দ্র জাদেজা। ১ উইকেট নেন মইন আলি।

আরও পড়ুন-

IPL 2023: 'এনসিএ-র স্থায়ী বাসিন্দা', দীপক চাহারদের কটাক্ষ রবি শাস্ত্রীর

IPL 2023: আইপিএল-এ ব্যর্থ হলেও টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই সূর্যকুমার যাদব

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul