IPL 2023: আইপিএল-এ প্রথম শতরান শুবমান গিলের, বড় স্কোর গুজরাট টাইটানসের

Published : May 15, 2023, 09:21 PM ISTUpdated : May 15, 2023, 09:51 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখালেন শুবমান।

আইপিএল-এ প্রথম শতরান করলেন গুজরাট টাইটানসের তরুণ ওপেনার শুবমান গিল। সোমবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে শতরান করলেন শুবমান। শেষ ওভারে আউট হয়ে যান এই ব্যাটার। তিনি ৫৮ বলে ১০১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। এদিন অসাধারণ ব্যাটিং করেন শুবমান। তাঁর পাশাপাশি ভালো ব্যাটিং করেন ৩ নম্বরে ব্যাটিং করতে নামা সাই সুদর্শন। ৩৬ বলে ৪৭ রান করেন এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। গুজরাট টাইটানসের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করল গতবারের চ্যাম্পিয়নরা।

 এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচের তৃতীয় বলেই ঋদ্ধিমান সাহাকে (০) আউট করে দেন ভুবনেশ্বর কুমার। সেই সময় মনে হচ্ছিল, চাপে পড়ে যেতে পারে গুজরাট টাইটানস। কিন্তু সেই পরিস্থিতিতে সুদর্শনকে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন শুবমান। তাঁদের জুটিতে যোগ হয় ১৪৭ রান। সুদর্শন আউট হয়ে যাওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাট টাইটানস। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ৮ রান। ডেভিড মিলার করেন ৭ রান। রাহুল তেওয়াটিয়া করেন ৩ রান। প্রথম বলেই আউট হয়ে যান রশিদ খান (০), নূর আহমেদ (০) ও মহম্মদ সামি (০)। ৯ রান করে অপরাজিত থাকেন দাসুন শনাকা। ০ রানে অপরাজিত থাকেন মোহিত শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন ভুবনেশ্বর। ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৩১ রান দিয়ে ১ উইকেট নেন ফজলহক ফারুকি। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন টি নটরাজন।

৫ উইকেট নেওয়ার পর ভুবনেশ্বর বলেন, ‘ওদের ইনিংসের ১৬ ওভারের সময় আমাদের মনে হচ্ছিল, ২০০-র মধ্যে ওদের স্কোর রাখতে পারলে ভালো হবে। ওদের ১৮৮ রানে রাখতে পারা ভালো ব্যাপার। ১৯ ওভার পর্যন্ত উইকেট দেখে আমার ভালো বলেই মনে হচ্ছিল। আমি শুরুতে স্যুইং পাচ্ছিলাম না। তবে শেষদিকে ভালোভাবে বোলিং করতে পেরেছি। আশা করি আমাদের ব্যাটাররা এই টার্গেট তাড়া করে জয় পাবে।’

আরও পড়ুন-

আর সফট সিগন্যাল দেবেন না আম্পায়াররা, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড় সিদ্ধান্ত

IPL 2023: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেট, নীতীশ রানার ২৪ লক্ষ টাকা জরিমানা

IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা