সংক্ষিপ্ত

ডিআরএস-এর ক্ষেত্রে আম্পায়ারদের সফট সিগন্যাল নিয়ে বিতর্ক নতুন নয়। শুরু থেকেই এ বিষয়ে সরব বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। শেষপর্যন্ত ব্যবস্থা নিল আইসিসি।

১ জুন থেকে আর সফট সিগন্যাল দিতে পারবেন না মাঠের আম্পায়াররা। তাঁরা এবার থেকে আর যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় আম্পায়ারদের সঙ্গে কথা বলে নেবেন। সোমবার এমনই জানাল আইসিসি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১ জুন থেকে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় আম্পায়ারের সঙ্গে আলোচনা করে নেবেন মাঠের আম্পায়াররা। গত ২ বছর ধরে আইসিসি ক্রিকেট কমিটির মিটিংয়ে একাধিকবার সফট সিগন্যাল নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সদস্যদের মতে, সফট সিগন্যাল অপ্রয়োজনীয়। মাঝেমধ্যে সংশয়ও তৈরি করে সফট সিগন্যাল। কারণ, অনেক সময় টেলিভিশন রিপ্লেতে ক্যাচের বিষয়ে স্পষ্টভাবে কিছু বোঝা যায় না। এই কারণেই সফট সিগন্যাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অনেক ম্যাচেই সফট সিগন্যাল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, মাঠের আম্পায়াররা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বিতর্কিত হওয়া সত্ত্বেও বাতিল করেননি তৃতীয় আম্পায়ার। ফলে বিভিন্ন দলকে সমস্যায় পড়তে হয়েছে। এবার সফট সিগন্যাল বাতিল হওয়ায় আশা করা হচ্ছে আর তেমন কোনও বিতর্ক হবে না।

সফট সিগন্যাল বাতিল করা ছাড়াও আইসিসি-র বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের কয়েকটি পরিস্থিতিতে ক্রিকেটারদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাটাররা ফাস্ট বোলারদের বল খেললে, উইকেটকিপাররা স্টাম্পের কাছে থাকলে, ফিল্ডাররা ফরোয়ার্ড শর্ট-লেগ বা সিলি পয়েন্টে থাকলে হেলমেট পরতেই হবে। 

ফ্রি হিট সংক্রান্ত নিয়মেও বদল আনা হয়েছে। এবার থেকে ফ্রি-হিটে যদি কোনও ব্যাটার বোল্ড হয়ে যাওয়ার পরেও ছুটে রান নেন, তাহলে সেই রান তাঁর স্কোরে যোগ করা হবে। এতদিন ফ্রি-হিটে কোনও ব্যাটার বোল্ড হয়ে গেলে ছুটে রান নিতে পারতেন না। 

৭ জুন শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল। তার আগে ১ জুন থেকে নতুন নিয়ম চালু করছে আইসিসি। ফলে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররদের নতুন নিয়ম অনুযায়ী খেলতে হবে। সফট সিগন্যাল বাতিল হওয়ায় সুবিধা হতে পারে ব্যাটারদের। তবে নতুন নিয়মে যতক্ষণ না খেলা হচ্ছে ততক্ষণ বলা সম্ভব নয় এই নিয়ম ঠিকমতো প্রয়োগ করা যাচ্ছে কি না। যদিও সফট সিগন্যাল বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ক্রিকেট মহল। কারণ, এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। নতুন করে আর কেউ বিতর্ক চাইছেন না।

আরও পড়ুন-

IPL 2023: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেট, নীতীশ রানার ২৪ লক্ষ টাকা জরিমানা

IPL 2023: ধোনির অনুরাগী গাভাসকরও, চিপকে ম্যাচের পর শার্টে নিলেন অটোগ্রাফ

IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর