IPL 2023: এটা ধোনির শেষ আইপিএল হলে অবাক হব, মন্তব্য কেভিন পিটারসেনের

Published : May 16, 2023, 08:59 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি আবেগ দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, তাঁর বিশ্বাস, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরের মরসুমের আইপিএল-এও খেলবেন। একই মত প্রকাশ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি একটি সংবাদমাধ্যমে নিজের কলামে লিখেছেন, 'আমি রবিবার ধোনির জন্য স্টেডিয়ামে ছিলাম। স্টেডিয়ামের সব আসন পূর্ণ ছিল। সেটা আমার কাছে অবিশ্বাস্য। এটাই যদি আইপিএল-এ ধোনির শেষ মরসুম হয়, তাহলে আমি অবাকই হব। আমার মনে হয়, ইমপ্যাক্ট প্লেয়ার রুল ধোনিকে প্রচণ্ড সাহায্য করছে। ও ২০ ওভার ধরে কিপিং করছে এবং যে পজিশনে খুশি ব্যাটিং করছে। ও অধিনায়ক হিসেবে যে সিদ্ধান্ত নেয়, তার ফলে দল আরও ভালো হয়ে ওঠে। ও উইকেটকিপার হিসেবেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ও ব্যাটিং অর্ডারে উপরের দিকে যাচ্ছে না। কারণ, ও সাধারণত ৭, ৮ বা ৯ নম্বরে ব্যাটিং করতে নামে। অল্প কয়েকটি বলই খেলছে ধোনি।'

পিটারসেন আরও লিখেছেন, ‘আইপিএল শেষ হওয়ার পর ৮-৯ মাস বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে ধোনি। সেই সময় ও হাঁটুর যত্ন নিতে পারবে। ও নিজেকে ফিট করে তুলতে পারবে এবং আইপিএল-এ আরও একটি মরসুম খেলার জন্য তৈরি হতে পারবে। আশা করি আমরা ধোনির কেরিয়ারের শেষদিকের খেলা দেখছি না। আমি জানি, সারা দেশ ধোনিকে আরও একটি মরসুমে খেলতে দেখতে চাইবে।’

রবিবার এবারের মরসুমে ঘরের মাঠে আইপিএল-এর লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয় পেলেও, ম্যাচ শেষ হওয়ার পর ধোনিকে ঘিরে প্রচণ্ড আবেগ দেখা যায়। গ্যালারিতে থাকা দর্শকরা যেমন আবেগপ্রবণ হয়ে পড়েন, তেমনই ছুটে গিয়ে নিজের শার্টে ধোনির অটোগ্রাফ নেন সুনীল গাভাসকর। জার্সিতে ধোনির অটোগ্রাফ নেন কেকেআর তারকা রিঙ্কু সিং। চিপকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও ধোনির কাছে অটোগ্রাফের আবদার জানান।

এই ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের সিইও বলেছেন, ‘আমাদের বিশ্বাস, মহেন্দ্র সিং ধোনি আগামী মরসুমেও খেলবে। আমার আশা, সমর্থকরা সবসময় আমাদের পাশে থাকবেন।’

সিএসকে সিইও-র এই বক্তব্যের পর ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিশ্বনাথনের সঙ্গে ধোনির সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি যদি আরও একটি মরসুম খেলার অনুরোধ করেন, তাহলে ধোনির পক্ষে সেই অনুরোধ ফেরানো কঠিন। সেই কারণেই সিএসকে সমর্থকদের আশা, আগামী মরসুমেও ধোনিকে হলুদ জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। 

আরও পড়ুন-

স্ত্রী, ছেলেদের নিয়ে মক্কায় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই

IPL 2023: পরিবারের সদস্যের মতোই কথা বলেছেন, রজনীকান্তের সঙ্গে দেখা করে মুগ্ধ বরুণ

IPL 2023: লখনউয়ে হাতে কামড়ে দিয়েছে কুকুর, জানালেন অর্জুন তেন্ডুলকর

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: তৃতীয় টি-২০ ম্যাচে বাদ পড়তে পারেন শুভমান? ফিরছেন স্যামসন
'বিদেশ সফরে গেলেই ক্রিকেটাররা নেশা করেন,' বিস্ফোরক রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা