IPL 2023: সাফল্যের জন্য ম্যান ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছেন কেকেআর ক্যাপ্টেন

বেশ কয়েক বছর ধরে আইপিএল-এ প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। এবার কি সাফল্য পাবে দল? আশাবাদী নতুন অধিনায়ক নীতীশ রানা। তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

মা কালীর আশীর্বাদ নিয়ে নতুন মরসুম শুরু করছেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতীশ রানা। কেকেআর-এর ট্যুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ার করা হয়েছে। তবে শুধু দৈব আশীর্বাদ নয়, নিজেদের দক্ষতা ও কৌশলের উপরেও ভরসা রাখছেন কেকেআর-এর নতুন অধিনায়ক। তিনি মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘ম্যান ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। কারণ, দিনের শেষে খেলাটা ক্রিকেট। আমি গত ২-৩ বছর ধরে নেতৃত্বের সঙ্গে যুক্ত। এবার আমি অধিনায়কের তকমা পেলাম। তবে এটা আমার কাছে নতুন কিছু নয়। অধিনায়কত্বের দায়িত্ব আছে। আমি দায়িত্ব নেওয়া পছন্দ করি। আশা করি আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারব। আমি কাউকে অনুসরণ করি না। আমি নিজের মতো করে দলকে পরিচালনা করতে চাই। দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। প্রত্যেকেই নিজেদের মতো করে অধিনায়কত্ব করেন। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। আমি কীভাবে অধিনায়কত্ব করি সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমার অধিনায়কত্ব দেখে তারপর আলোচনা করতে হবে।’

কেকেআর কোচ জানিয়েছেন, তাঁরা নতুন মরসুমের জন্য তৈরি। এবারের আইপিএল-এ দলের সাফল্য পাওয়ার ব্যাপারেও আশাবাদী পণ্ডিত। তিনি বলেছেন, 'আমাদের দলে কয়েকজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটার আছে। তাদের সবার সঙ্গে কাজ করা আমাদের কাছে অন্যরকম চ্যালেঞ্জের। তবে আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এবার দেখা যাক আমাদের দল কী করে।'

Latest Videos

এবারের আইপিএল-এ নতুন নিয়ম 'ইমপ্যাক্ট সাবস্টিটিউট রুল' সম্পর্কে কেকেআর কোচ বলেছেন, ‘এই নতুন নিয়ম একটু কঠিন। কোচ, অধিনায়ককে নতুন নিয়ম নিয়ে ভাবতে হচ্ছে। সাপোর্ট স্টাফদের সঙ্গে এই নিয়ম নিয়ে আলোচনা করছি আমরা। খেলার সময়ই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা নতুন নিয়ম অনুযায়ী খেলার জন্য তৈরি।’

নতুন অধিনায়ক বেছে নেওয়া প্রসঙ্গে কেকেআর কোচ বলেছেন, ‘অধিনায়ক বেছে নেওয়ার চেয়েও উপযুক্ত কাউকে দায়িত্ব দেওয়া বেশি জরুরি। আমাদের মনে হয়েছে, নীতীশ রানা দায়িত্ব নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। ও অনেক বছর ধরে কেকেআর-এর হয়ে খেলছে। ও সবদিক থেকেই অধিনায়ক হওয়ার যোগ্য। ওর উপর আমাদের ভরসা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে যারা খেলে, তারা সবাই নিজেদের মতো করে বিশেষ খেলোয়াড়। কোচ, সাপোর্ট স্টাফরা সবাই মিলে নীতীশ রানাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবাই এই সিদ্ধান্ত ভালোভাবেই মেনে নিয়েছে।’

আরও পড়ুন-

IPL 2023: সমস্যা হতে পারে 'ইমপ্যাক্ট সাবস্টিটিউট রুল', আশঙ্কায় কেকেআর কোচ

IPL 2023: এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন স্টোকস

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের