শুক্রবার শুরু হচ্ছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচের জন্য শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনির দল।
এবারের আইপিএল-এর শুরুর দিকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। তাঁর পক্ষ বোলিং করা সম্ভব হবে না। হাঁটুর চোট সারানোর জন্য বিশেষ একটি ইঞ্জেকশন নিতে হয়েছে স্টোকসকে। সেই কারণেই তাঁর পক্ষে বোলিং করা সম্ভব হবে না। নিউজিল্যান্ড সফরে দু'টি টেস্ট ম্যাচে মাত্র ৯ ওভার বোলিং করেন স্টোকস। ব্যাটিং করাও তাঁর পক্ষে অস্বস্তিকর মনে হচ্ছিল। জুনে অ্যাশেজের আগে বাঁ হাঁটুর চোট সমস্যায় ফেলেছে স্টোকসকে। তিনি বলেছেন, 'এই চোট অত্যন্ত হতাশজনক। আশা করি আমি এমন অবস্থায় পৌঁছে যাব যখন আর আমার হাঁটু নিয়ে চিন্তা করতে হবে না।' এবারের আইপিএল-এর নিলামে ১৬.২৫ কোটি টাকা দিয়ে স্টোকসকে দলে নেয় সিএসকে। ধোনিদের আশা ছিল, অলরাউন্ডার হিসেবে দলকে সাহায্য করতে পারবেন স্টোকস। কিন্তু বোলার হিসেবে তাঁকে পাচ্ছে না দল। ফলে পরিকল্পনায় বদল আনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
সিএসকে-র ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এবারের আইপিএল-এর শুরুতে শুধু ব্যাটার হিসেবই খেলতে পারবে বেন স্টোকস। ও বোলিং করতে পারবে কি না সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হাঁটুতে ইঞ্জেকশন নেওয়ার পর রবিবারই প্রথমবার হাল্কা বোলিং করে স্টোকস। তবে এখনই ওর পক্ষে ম্যাচে বোলিং করা সম্ভব হবে না। ওর ব্যাপারে একসঙ্গে কাজ করছেন সিএসকে ও ইসিবি-র ফিজিওরা। এবারের আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচে বোলিং করতে পারবে না স্টোকস। ওর কয়েক সপ্তাহ লাগতে পারে। আমি ১০০ শতাংশ নিশ্চিত নই, তবে আইপিএল-এর শেষের দিকে হয়তো বোলিং করতে পারে স্টোকস।’
এবারের আইপিএল পুরনো ফর্ম্যাটে ফিরছে। হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হবে ম্যাচ। চিপকে সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবেন ধোনিরা। এর ফলে স্টোকস সেরা পারফরম্যান্স দেখাতে পারবেন বলে আশাবাদী হাসি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই মাঠ অসাধারণ। নতুন করে গ্যালারির আসন সাজিয়ে তোলা হয়েছে। গ্যালারি ভর্তি থাকবে। আমাদের ঘরের মাঠে প্রথম ম্যাচে পরিবেশ সম্পূর্ণ অন্যরকম থাকবে। তার জন্য আমার আর তর সইছে না। আমি নিশ্চিত, স্টোকসের এই পরিবেশ খুব ভালো লাগবে। বড় খেলোয়াড়রা এরকম পরিবেশে খেলতে ভালোবাসে। বড় মঞ্চেই বড় খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স দেখা যায়। ও যখন চিপক স্টেডিয়ামে খেলতে নামবে, তখন দর্শকদের গর্জনে ওর সেরা পারফরম্যান্স বেরিয়ে আসবে। ভারতে পা রাখার পর থেকেই ভালো শট খেলছে স্টোকস। ও দলকে প্লে-অফে পৌঁছতে সাহায্য করতে চাইবে। ও বোলিং শুরু করলে দল লাভবান হবে। দলে এরকম অলরাউন্ডার থাকা সত্যিই গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন-
IPL 2023: জিও সিনেমায় বিনামূল্যে ফোর কে রেজলিউশনে দেখা যাবে আইপিএল
IPL 2023: শুক্রবার আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন রশ্মিকা, তামান্না
মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও