নতুন অধিনায়ক নীতীশ রানার নেতৃত্বে এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি কলকাতা নাইট রাইডার্স। প্রস্তুতি ভালোভাবেই চলছে। দলের সবাই ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।
এবারের আইপিএল-এ একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে। এর একটি হল 'ইমপ্যাক্ট সাবস্টিটিউট রুল'। অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশের আদলে আইপিএল-এও এবার এই নিয়ম চালু করা হচ্ছে। আইপিএল গভর্নিং বডি জানিয়ে দিয়েছে, এবার ম্যাচের মাঝপথে কোনও একজন ক্রিকেটারের বদলে অন্য কাউকে মাঠে নামানো যাবে। এই নিয়মে খুব একটা খুশি হতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর মতে, ম্যাচের মাঝপথে কোন ক্রিকেটারকে নামালে ভালো হবে, সেটা বোঝা কঠিন। এই নিয়ম নিয়ে দলে আলোচনা চলছে। কেকেআর কোচ বলেছেন, ‘আমরা নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কোন ক্রিকেটারকে ম্যাচের মাঝপথে নামালে দলের ভালো হবে সেটা চিহ্নিত করার চেষ্টা করছি আমরা। এই নিয়ম বেশ কঠিন। অত্যন্ত আগ্রহ রয়েছে এই নিয়ম নিয়ে। বিশেষ করে কোচ, অধিনায়করা নতুন নিয়ম নিয়ে ভাবছে। সাপোর্ট স্টাফদের সঙ্গে এই নিয়ম নিয়ে আলোচনা চলছে। আমরা যখন মাঠে নামব, তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, আমরা এর জন্য তৈরি।’
কেকেআর কোচ আরও বলেছেন, ‘আমরা সবরকম সম্ভাবনার কথা ভেবেই তৈরি হচ্ছি। প্রয়োজন হলে ৩ জন বিদেশি ক্রিকেটারকে নিয়েও খেলতে পারি। নির্দিষ্ট দিনে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দলের অবস্থা দেখে আমাদের ইমপ্যাক্ট প্লেয়ার ঠিক করব।’
চোটের জন্য অনির্দিষ্টকাল মাঠের বাইরে থাকতে হচ্ছে শ্রেয়াস আইয়ারকে। তাঁর পরিবর্তে নীতীশ রানাকে অধিনায়ক নিয়োগ করেছে কেকেআর। প্রধান কোচের মতে, দলের অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত নীতীশ। তিনি সবচেয়ে যোগ্য বলেই অধিনায়ক হয়েছেন। অধিনায়ক বাছাই সম্পর্কে কেকেআর কোচ বলেছেন, ‘অধিনায়ক বেছে নেওয়ার চেয়েও দায়িত্ব দেওয়া জরুরি। আমাদের মনে হয়েছে, নীতীশ রানা দায়িত্ব নেওয়ার উপযুক্ত। ও অনেক বছর ধরে কেকেআর-কে দেখছে। ও সবদিক থেকেই যোগ্য। ওর দক্ষতার উপর আমাদের আস্থা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে যারা খেলে, তারা সবাই নিজেদের মতো করে বিশেষ খেলোয়াড়। কোচ, সাপোর্ট স্টাফরা সবাই মিলে নীতীশ রানাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবাই এই সিদ্ধান্ত ভালোভাবে নিয়েছে।’
১ এপ্রিল প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাই কেকেআর শিবিরের লক্ষ্য। প্রথম ম্যাচে জয় পেলে দলের সবার আত্মবিশ্বাস বেড়ে যাবে। ফলে পরের ম্যাচগুলি অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে।
আরও পড়ুন-
IPL 2023: এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন স্টোকস
IPL 2023: জিও সিনেমায় বিনামূল্যে ফোর কে রেজলিউশনে দেখা যাবে আইপিএল
মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও