IPL 2023: সূযশ শর্মার লড়াকু মানসিকতার প্রশংসায় কেকেআর অধিনায়ক নীতীশ রানা

Published : Apr 07, 2023, 02:02 PM ISTUpdated : Apr 07, 2023, 02:21 PM IST
Suyash Sharma

সংক্ষিপ্ত

বয়স মাত্র ১৯ বছর। আইপিএল-এ প্রথম ম্যাচ খেললেন। কিন্তু পারফরম্যান্স দেখে সেটা বোঝাই গেল না। পরিণত মানসিকতার পরিচয় দিলেন দিল্লির ১৯ বছরের স্পিনার সূযশ শর্মা।

৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৩ উইকেট। টি-২০ ম্যাচে যে কোনও প্রতিষ্ঠিত বোলারও এরকম পারফরম্যান্স দেখাতে পারলে খুশি হন। ১৯ বছরের একজন তরুণের পক্ষে আইপিএল-এ অভিষেক ম্যাচে এরকম পারফরম্যান্স তো স্বপ্ন। বৃহস্পতিবার রাত থেকেই ক্রিকেট মহলে কলকাতা নাইট রাইডার্সের তরুণ স্পিনার সূযশ শর্মাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরকম একজন তরুণকে খুঁজে বের করার জন্য অনেকেই কেকেআর-এর স্কাউটিং টিম ও সিইও ভেঙ্কি মাইসোরকে কৃতিত্ব দিচ্ছেন। এবারের আইপিএল-এ কেকেআর-কে প্রথম ম্যাচ জেতাতে বড় অবদান রেখেছেন সূযশ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় পাওয়ার পর সূযশের প্রশংসায় পঞ্চমুখ কেকেআর অধিনায়ক নীতীশ রানা ও প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। 

সূযশের প্রশংসা করে কেকেআর কোচ বলেছেন, 'আমরা ওকে ট্রায়াল ম্যাচে দেখেছিলাম। ওর বল হাওয়ায় খুব দ্রুতগতিতে যায়। ব্যাটারদের পক্ষে ওর বল বোঝা কঠিন। ওর আরও অভিজ্ঞতা দরকার। তবে ও লড়াইয়ের মানসিকতা দেখাচ্ছে। এই ম্যাচে জয় পেয়ে ভালো লাগছে। ছেলেরা সবাই বুঝিয়ে দিয়েছে যে ওরা লড়াই করতে পারে। আমরা ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। পরপর উইকেট হারাই আমরা। সেখান থেকে লড়াই করে ঘুরে দাঁড়িয়ে ২০০-র বেশি রান করা সহজ ছিল না। আমরা আশা করেছিলাম পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবে। তবে আমাদের যথেষ্ট রান করাও দরকার ছিল। শার্দুল (ঠাকুর), রিঙ্কু (সিং) পাল্টা লড়াই করেছে।'

কেকেআর অধিনায়ক নীতীশ বলেছেন, ‘এই ম্যাচেও শুরুতে আমাদের ব্যাটিং ভালো হয়নি। (রহমানউল্লা) গুরবাজকে কৃতিত্ব দিতেই হবে। শার্দুল ঠাকুর অবিশ্বাস্য ইনিংস খেলেছে। লোকজন শার্দুলের কথাই বলবে কিন্তু রিঙুকুও একদিক ধরে রেখেছিল। এটাই আমাদের পরিকল্পনা ছিল। প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করেছে সূযশ। আমরাই ওর বোলিংয়ের ব্যাপারে বিশেষ কিছু জানতাম না। দর্শকরা তো জানতেনই না। আমরা তৃতীয় স্পিনার হিসেবে ওকে দলে রেখেছিলাম। ও দুর্দান্ত বোলিং করল। সবসময় হাসিমুখে থাকে সূযশ। ওর মানসিকতা খুব ভালো।’

ম্যাচের সেরা শার্দুল বলেছেন, ‘আমরা অনুশীলনে বড় শট খেলি। পিচের চরিত্র কেমন সেটাও জানতাম। স্কোরবোর্ডের দিকে না তাকিয়ে নিজের দক্ষতার উপর ভরসা রেখেছিলাম। দিনটা খুব ভালো গেল। অনুশীলনে যেরকম কঠোর পরিশ্রম করি, ম্যাচে তার ফল পেলাম। কোচিং স্টাফদের প্রশংসা প্রাপ্য। ওরা সবসময় আমাদের সাহায্য করে।’

আরও পড়ুন-

শুক্রবার আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস

আইপিএল-এ স্বপ্নের অভিষেক, ইডেনে কেকেআর-কে জেতালেন সূযশ শর্মা

ইডেনে শাহরুখের সামনে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: তৃতীয় একদিনের ম্যাচ থেকে বাদ যেতে পারেন এই অলরাউন্ডার? ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
India Bangladesh Cricket: ভারতে খেলতে না এলে কোন দেশের ক্ষতি সবথেকে বেশি! ইন্ডিয়া নাকি বাংলাদেশ?