সংক্ষিপ্ত
আইপিএল-এর প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারের পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল' ঠিকমতো ব্যবহার করা নিয়ে সমস্যা হতে পারে। প্রথম ম্যাচে সমস্যায় পড়ে কেকেআর। দ্বিতীয় ম্যাচেই ভুল শুধরে নিলন নীতীশ রানা-পণ্ডিত জুটি। 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ইডেন গার্ডেন্সে খেলতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ১৯ বছরের সূযশ শর্মা। ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন সূযশ। তিনি আউট করেন অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক ও করণ শর্মাকে। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি সূযশ। বৃহস্পতিবারই আইপিএল-এ প্রথম ম্যাচ খেললেন এই তরুণ। আইপিএল-এ অভিষেকেই প্রভাব ফেললেন সূযশ।
দিল্লির হয়ে অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টে খেলেন সূযশ। তাঁর দিকে নজর ছিল কেকেআর-এর স্কাউটিং টিমের। এবারের আইপিএল-এর নিলামে সূযশকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর। প্রথম ম্যাচে এই তরুণকে খেলার সুযোগ দেওয়া হয়নি। দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েই নিজের যোগ্যতা প্রমাণ করলেন সূযশ। তিনি ইডেন গার্ডেন্সের দর্শকদের মাতিয়ে দিলেন। আইপিএল-এর প্রথম ম্যাচেই সূযশের পারফরম্যান্স দেখে মুগ্ধ কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর।
২০০৩ সালের ১৫ মে জন্ম সূযশের। তাঁর দাদাও ক্রিকেটার। দাদাকে দেখেই ক্রিকেট খেলা শুরু এই তরুণের। শুরুতে ব্যাটার ছিলেন সূযশ। কিন্তু পরে তিনি লেগ-স্পিন বোলিং শুরু করেন। বৃহস্পতিবার ইডেনে তাঁর বোলিংয়ের ঝলক দেখল সারা ক্রিকেট দুনিয়া।
সূযশের পাশাপাশি এদিন কেকেআর-এর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অপর দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। দলের তিনজন স্পিনারের দাপটেই সহজ জয় পেল কেকেআর। ৩.৪ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন বরুণ। তাঁর ঘূর্ণির নাগাল পাননি আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল ও আকাশ দীপ। আরসিবি-র ইনিংসের শেষ উইকেট নেন বরুণই। নিজের বলে ছুটে গিয়ে অসাধারণ ভঙ্গিতে আকাশ দীপের ক্যাচ নেন বরুণ। নারিন ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। এই ক্যারিবিয়ান স্পিনার আউট করেন বিরাট কোহলি ও শাহবাজ আহমেদকে।
এই ম্যাচে কেকেআর-এর হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিং। এই তিনজন ব্যাটার ছাড়া কেকেআর-এর আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। অর্ধশতরান করেন গুরবাজ ও শার্দুল। অল্পের জন্য অর্ধশতরান পাননি রিঙ্কু। তবে ইনিংসও দলকে বড় স্কোর করতে সাহায্য করে।
আরও পড়ুন-
শাহরুখের উপস্থিতিতে ইডেনে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স
৫ বছর আগে ব্যর্থ হয়েছিলেন, এবারের আইপিএল-এ সেরা বোলার হতে চান মার্ক উড