সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এর সম্প্রচারে প্রযুক্তিগত ক্ষেত্রে নানা চমক দেখা যেতে পারে। আইপিএল-এর সম্প্রচারের মান বেশ ভালো। এবার প্রযুক্তিগত উন্নতি দেখা যাবে। ফলে সম্প্রচার আরও ভালো হবে।
কাতার বিশ্বকাপ যেমন বিনামূল্যে সম্প্রচার করা হয়েছিল, তেমনই এবার আইপিএল-এও বিনামূল্যে সম্প্রচার করা হবে জিও সিনেমায়। ফোর কে রেজলিউশনে দেখা যাবে আইপিএল-এর ম্যাচগুলি। আলট্রা এইচডি সম্প্রচার দেখার সুযোগ পাবেন দর্শকরা। এর আগে ভারতে আইপিএল-এর ম্যাচগুলি অনলাইনে দেখা যেত শুধু ডিজনি প্লাস হটস্টারে। এবার জিও সিনেমাতেও দেখা যাবে আইপিএল। কাতার বিশ্বকাপের সম্প্রচার যেভাবে একাধিক ক্যামেরায় হয়েছিল, একইভাবে সম্প্রচার করা হবে আইপিএল। ৭৪টি ম্যাচই দেখা যাবে জিও সিনেমায়। জিও ফোন যাঁরা ব্যবহার করেন, তাঁদের মোবাইল ফোনে জিও সিনেমা আছে। ফলে বাড়তি কিছু করতে হবে না। এমনিতেই দেখা যাবে আইপিএল-এর ম্যাচগুলি। অন্যান্য মোবাইল নেটওয়ার্ক যাঁরা ব্যবহার করেন, তাঁরাও জিও সিনেমায় বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ পাবেন। জিও সিনেমা অ্যাপের পাশপাশি ওয়েবসাইটেও দেখা যাবে আইপিএল।
জিও সিনেমায় সরাসরি আইপিএল ম্যাচ সম্প্রচারের পাশাপাশি বাংলা-সহ ১২টি ভাষায় শোনা যাবে ধারাভাষ্য। ইংরাজি, তামিল, তেলুগু, হিন্দি, মারাঠি, গুজরাটি, ভোজপুরীর মতো ভাষাতেও সম্প্রচারিত হবে আঅইপিএল। দর্শকরা ইচ্ছামতো ভাষা বদল করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে শুধু ধারাভাষ্যের ভাষাই বদলে যাবে না, একইসঙ্গে লেখাও বদলে যাবে। তখন সংশ্লিষ্ট ভাষায় স্কোর ও ম্যাচের বিভিন্ন তথ্য দেখা যাবে। ফলে এবার বাড়তি সুবিধা পাচ্ছেন দর্শকরা। রিলায়েন্সের পক্ষ থেকে কিছুদিনের মধ্যেই জিও মিডিয়া কেবল চালু করা হচ্ছে। এর ফলে যে টেলিভিশন সেটে এইচডিএমআই পোর্ট নেই, সেখানেও আইপিএল-এর ম্যাচ দেখার সুযোগ পাওয়া যাবে। এছাড়া ভার্চুয়াল রিয়্যালিটি হেডগিয়ার জিওডাইভ ও ভার্চুয়াল রিয়্যালিটি স্পেকট্যাকলস জিওগ্লাস বাজারে আনা হচ্ছে। এই ডিভাইসের মাধ্যমে ৩৬০ ডিগ্রি কোণ থেকে আইপিএল-এর ম্যাচগুলি দেখার সুযোগ পাবেন দর্শকরা।
এবারের আইপিএল শুরু হচ্ছে শুক্রবার। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। গতবারের আইপিএল-এ মহেন্দ্র সিং ধোনির দলের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। দু'টি সাক্ষাৎকারেই সিএসকে-র বিরুদ্ধে জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। ফলে এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে অসাধারণ লড়াই দেখা যেতে পারে। সব দলই প্রস্তুতিতে ব্যস্ত। ১ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য খেলতে পারছেন না শ্রেয়াস আইয়ার। তাঁর পরিবর্তে নীতীশ রানাকে অধিনায়ক করার কথা ঘোষণা করেছে কেকেআর ম্যানেজমেন্ট। তাঁর নেতৃত্বে সাফল্য পাওয়ার আশায় কেকেআর শিবির।
আরও পড়ুন-
IPL 2023: ভারতের হয়ে ফের খেলতে তৈরি পৃথ্বী শ, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের
IPL 2023: শুক্রবার আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন রশ্মিকা, তামান্না
মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও