এখনও সেই অর্থে বড় ক্রিকেটার হয়ে উঠতে পারেননি, কিন্তু বড় মনের পরিচয় দিচ্ছেন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং।
কিছুদিন আগে পর্যন্ত তাঁর পরিবারই দেনায় ডুবে ছিল। কিন্তু নিজের দক্ষতা ও চেষ্টায় পরিবারের আর্থিক অবস্থা ফিরিয়েছেন রিঙ্কু সিং। এবার তিনি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চাইছেন। উত্তরপ্রদেশের আলিগড়ে একটি হস্টেল তৈরি করছেন রিঙ্কু। এর জন্য তিনি খরচ করছেন ৫০ লক্ষ টাকা। এই হস্টেলে সামান্য ভাড়ায় থাকার সুযোগ পাবেন আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটাররা। আলিগড় ক্রিকেট স্কুল অ্যান্ড অ্যাকাডেমি চত্বরে এই হস্টেল তৈরি করছেন রিঙ্কু। ১৫ একর জমি জুড়ে ছড়িয়ে আছে আলিগড় ক্রিকেট স্কুল অ্যান্ড অ্যাকাডেমি। এই জমির মালিক আলিগড় জেলা প্রশাসন। সেখানেই হস্টেল তৈরি হওয়ায় উঠতি ক্রিকেটারদের সুবিধা হবে। অনেক ক্রিকেটারকেই দূর থেকে অ্যাকাডেমিতে যাতায়াত করতে হয়। ফলে সমস্যা হয় তাঁদের। অ্যাকাডেমির পাশেই হস্টেলে থাকার সুযোগ পেলে সবারই সুবিধা হবে। আগামী মাসের মধ্যেই হস্টেল তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
রিঙ্কুর ছোটবেলার কোচ মাসুদুজ-জাফর আমিনি বলেছেন, 'রিঙ্কুর দীর্ঘদিন ধরেই তরুণ খেলোয়াড়দের জন্য হস্টেল তৈরি করার ইচ্ছা ছিল। যে ক্রিকেটাররা আর্থিক সমস্যার জন্য স্বপ্নপূরণ করতে পারে না, তাদের জন্যই হস্টেল তৈরি করছে রিঙ্কু। ও এখন আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠেছে। সেই কারণেই এবার হস্টেলের স্বপ্নপূরণ করতে চলছে রিঙ্কু।'
রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি রান্নার গ্যাসের পৌঁছে দেওয়ার কাজ করতেন। বাবার অমতেই ক্রিকেট খেলা চালিয়ে যেতে থাকেন রিঙ্কু। ২০১৭ সালের আইপিএল-এ তিনি প্রথমবার সুযোগ পান। তাঁকে ১০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর আর রিঙ্কুকে পিছনে ফিরে তাকাতে হয়নি। পরের মরসুমে তাঁকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবারও কেকেআর-এর হয়ে খেলছেন রিঙ্কু। আর্থিক সমস্যা দূর হওয়ায় এবার নিজের পরিবারের পাশাপাশি অন্যদের জীবনের সমস্যাও দূর করতে চাইছেন এই ক্রিকেটার। তিনি আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের সাহায্য করতে চাইছেন।
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান রিঙ্কু। শেষ ১০ বলে জয়ের জন্য কেকেআর-এর দরকার ছিল ৩৯ রান। যশ দয়ালের শেষ ৫ বলে পরপর ৫টি ওভার-বাউন্ডারি মেরে দলকে জেতান রিঙ্কু। এই ইনিংস রাতারাতি রিঙ্কুর জনপ্রিয়তা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। সারা ক্রিকেট দুনিয়ায় তাঁকে নিয়ে আলোচনা চলছে। রিঙ্কু জানিয়েছেন, ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন-
ঘরের মাঠে বড় ইনিংস খেলতে তৈরি তিলক ভার্মা, টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মুম্বই
IPL 2023: বুধবার আইপিএল-এর ২ শীর্ষস্থানীয় দলের লড়াই, তৈরি রাহুল-সঞ্জুরা
IPL 2023: মাঠে আগ্রাসী মেজাজ, বিরাট কোহলির ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা