IPL 2023: বুধবার আইপিএল-এর ২ শীর্ষস্থানীয় দলের লড়াই, তৈরি রাহুল-সঞ্জুরা

এবারের আইপিএল-এ সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। বুধবার এই দুই দলের লড়াই। তৈরি হচ্ছেন সঞ্জু স্যামসন, কে এল রাহুলরা।

Web Desk - ANB | Published : Apr 18, 2023 9:38 AM IST / Updated: Apr 18 2023, 04:28 PM IST

৫ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে চলতি আইপিএল-এর শীর্ষে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ সুপার জায়ান্টস। বুধবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে এই দুই দলের লড়াই। জিতলে শীর্ষেই থাকবে রাজস্থান। কিন্তু লখনউ জিতলে ৮ পয়েন্টে পৌঁছে যাবে। রান রেট ভালো থাকলে শীর্ষেও পৌঁছে যেতে পারে কে এল রাহুলের দল। ফলে সতর্ক থাকতে হচ্ছে সঞ্জু স্যামসনদের। রাজস্থানের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ওপেনার যশস্বী জয়সোয়াল, জস বাটলার, অধিনায়ক সঞ্জু। এখনও পর্যন্ত রাজস্থানের সর্বাধিক স্কোরার বাটলার। তিনি ২০৪ রান করেছেন। যশস্বী ১৩৬ রান করেছেন। ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, জডেসন হোল্ডার, সন্দীপ শর্মা, অ্যাডাম জাম্পা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টরাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে বুধবারও জয়ের আশায় রাজস্থান।

লখনউয়ের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অধিনায়ক রাহুল, কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণ, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, মার্ক উড, আবেশ খান। তবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না রাহুলরা। সেই কারণেই ৫ ম্যাচ খেলে ২টিতেই হেরে গিয়েছে লখনউ। গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঝের ওভারগুলিতে বিশেষ রান করতে পারেনি গতবারের রানার্সরা। তবে রাহুল ফর্মে ফেরায় লখনউয়ের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যে ভুলগুলি করেছে লখনউ, রাজস্থানের বিরুদ্ধে সেই ভুল আর করলে চলবে না।

Latest Videos

পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলেন রাহুল ও মেয়ার্স। ৫৬ বলে ৭৪ রান করেন রাহুল। মায়ার্স করেন ২৯ রান। তবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দীপক হুডা, পুরাণ, স্টোইনিস, ক্রুণালরা। সেই কারণেই পাঞ্জাবের কাছে হারতে হয় লখনউকে। রাজস্থানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পেতে হলে অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হবে লখনউকে। গত ম্যাচে বিষ্ণোইকে শেষের দিকে ব্যাটিং করতে পাঠানো হয়। ফর্মে থাকা এই ব্যাটারকে ১০ নম্বরে ব্যাটিং করতে পাঠানোর মতো ভুল করলে বড় স্কোর করতে পারবে না লখনউ

রাহুলের দলের ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তা থাকলেও, বোলিং বিভাগ নিয়ে কোনও চিন্তা নেই। যুধবীর সিং চড়ক, আবেশ, উড, গৌতম, ক্রুণাল, বিষ্ণোইরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে রাজস্থানের বিরুদ্ধে লড়াই করতে তৈরি লখনউ। তবে শীর্ষে থাকা রাজস্থানও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে বুধবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।

আরও পড়ুন-

ঘরের মাঠে বড় ইনিংস খেলতে তৈরি তিলক ভার্মা, টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মুম্বই

IPL 2023: মাঠে আগ্রাসী মেজাজ, বিরাট কোহলির ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা

IPL 2023: সিএসকে-র বিরুদ্ধে হারলেও আরসিবি-র হয়ে নতুন রেকর্ড ডু প্লেসি-ম্যাক্সওয়েলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শিলিগুড়িতে বিহারের দুই চাকরিপ্রার্থীকে হেনস্থা বাংলাপক্ষর, তীব্র প্রতিক্রিয়া দিলীপ-শমীকের
Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta
প্রতিবাদের সুর হল আরও তীব্র! আরও কর্মসূচির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনে | RG Kar Protest