IPL 2023: বড় দলের বিরুদ্ধে ক্যাচ ফস্কালে জেতা যায় না, আফশোস নীতীশ রানার

এবারের আইপিএল-এ প্লে-অফে যাওয়ার আশা কমছে কলকাতা নাইট রাইডার্সের। ৯ ম্যাচ খেলে ৬টিতেই হেরে গেল নীতীশ রানার দল। ধারাবাহিকতা দেখাতে পারছে না কেকেআর।

শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৭ উইকেটে হারের পর পার্টনারশিপ গড়তে না পারা এবং ক্যাচ ফস্কানোকেই দায়ী করলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। তিনি বলেছেন, ‘আমাদের আরও ২০-২৫ রান করা উচিত ছিল। বড় দলের বিরুদ্ধে খেলতে নেমে এভাবে ব্যাটিং করলে চলে না। আমরা ঠিকমতো পার্টনারশিপ গড়তে পারিনি। (রহমানউল্লাহ) গুরবাজ ও (আন্দ্রে) রাসেল ছাড়া আর কেউ বড় রান করতে পারেনি। আমিও রান করতে পারিনি। আমরা যদি মাঝের ওভারগুলিতে ভালো পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে হয়তো আমরা ভালো জায়গায় থাকতাম। আমরা যদি ৪০ৃ৫০ রানের পার্টনারশিপও গড়তে পারতাম, তাহলে স্কোর আরও ভালো জায়গায় থাকত। বড় দলগুলির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এই ৩ বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে হয়। এদিন আমাদের ব্যাটিং ভালোই হয়েছে। কিন্তু আমরা ভালো বোলিং করতে পারিনি। ছোট ছোট মুহূর্তগুলির দিকে নজর দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে হবে আমাদের। প্রাথমিক বিষয়গুলিতে নজর দিতে হবে।’

কেকেআর অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা যদি বড় দলগুলির বিরুদ্ধে এভাবে ক্যাচ ফস্কাতে থাকি, তাহলে কোনও ম্যাচের ফলই আমাদের পক্ষে থাকবে না। আমরা ওদের মাঝের ওভারগুলিতে বেশি রান করতে দিইনি। কিন্তু বড় দলগুলির বিরুদ্ধে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে হারতে হবেই। আমরা যদি ক্যাচ নিতে পারি, ভালো ফিল্ডিং করতে পারি, তাহলে জয়ের সুযোগ বেশি থাকবে।’

Latest Videos

ম্যাচের সেরা জশুয়া লিটল বলেছেন, ‘ম্যাচ শুরু হওয়ার আগে আমি হার্দিকের (পান্ডিয়া) সঙ্গে কথা বলি। আমি প্রাথমিক কাজগুলিই ভালোভাবে করতে চেয়েছিলাম। হার্ড লেংথে বল রেখে যেতে চেয়েছিলাম। সেটা করতে পেরে আমি খুশি। আইপিএল-এ প্রথম ম্যাচে সবসময়ই স্নায়ুর চাপ থাকে। তবে আমি এখন থিতু হয়েছি। আমি সহজভাবেই খেলার চেষ্টা করেছি। ঠিকমতো লেংথে বল রেখে যাওয়া এবং বলকে নিজের কাজ করতে দেওয়াই আমার লক্ষ্য ছিল।’

এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন লিটল। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ সামি। ২১ রান দিয়ে ২ উইকেট নেন নূর আহমেদ। ৩৯ বলে ৮১ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। ২৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর। ৩৫ বলে ৪৯ রান করেন শুবমান গিল। কিন্তু তারপরেও লিটলকে কেন ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হল সেটা স্পষ্ট নয়।

আরও পড়ুন-

IPL 2023: আমেদাবাদে হারের বদলা ইডেনে, কেকেআর-এর বিরুদ্ধে সহজ জয় গুজরাট টাইটানসের

IPL 2023: ম্যাচের বং বদলে দেন বিজয় শঙ্কর, জয়ের পর মন্তব্য হার্দিক পান্ডিয়ার

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News