IPL 2023: আমেদাবাদে হারের বদলা ইডেনে, কেকেআর-এর বিরুদ্ধে সহজ জয় গুজরাট টাইটানসের

ধারাবাহিকতার অভাবই চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমস্যা। শনিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধেও সেই সমস্যা ভোগাল নীতীশ রানার দলকে।

রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সুবাদে অ্যাওয়ে ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয় পেলেও, হোম ম্যাচে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটাররা খারাপ পারফরম্যান্স দেখাননি। কিন্তু বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার জেরেই হারতে হল কেকেআর-কে। গুরুত্বপূর্ণ সময়ে বিপজ্জনক হয়ে ওঠা ডেভিড মিলারের সহজ ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হল। সহজেই ৭ উইকেটে জয় পেল গুজরাট। টি-২০ ম্যাচে ১৭৯ রান মোটেই খারাপ নয়। বিশেষ করে ইডেন গার্ডেন্সের উইকেট থেকে যখন সাহায্য পাচ্ছেন স্পিনাররা। কিন্তু এদিন শুবমান গিল, মিলার ও বিজয় শঙ্করকে আটকানোর কোনও উপায়ই খুঁজে পেলেন না বরুণ চক্রবর্তী, সূযশ শর্মারা। ফলে ১৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল গুজরাট।

এই ম্যাচে গুজরাটের জয়ের নায়ক শুবমান, মিলার ও বিজয়। ব্যাটিং ওপেন করতে নেমে ৩৫ বলে ৪৯ রান করেন শুবমান। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। ২৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন বিজয়। তিনি ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। মিলার ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৬ রান করেন। ঋদ্ধিমান সাহা করেন ১০ রান। 

Latest Videos

বৃষ্টিতে আউটফিল্ড ভিজে থাকায় এদিন ৪৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হার্দিক। ৭ উইকেটে ১৭৯ রান করে কেকেআর। চোটের জন্য খেলতে পারেননি জেসন রয়। তাঁর পরিবর্তে খেলতে নেমে ৩৯ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। ১৯ বলে ৩৪ রান করেন আন্দ্রে রাসেল। ১৯ রান করেন রিঙ্কু। নারায়ণ জগদীশনও ১৯ রান করেন। ১১ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর অধিনায়ক নীতীশ রানা করেন ৪ রান। গুজরাট টাইটানসের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ সামি। ২ উইকেট করে নেন জশুয়া লিটল ও নূর আহমেদ।

ইডেেনে এই ম্যাচ জিতে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল গুজরাট টাইটানস। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরেই থেকে গেল কলকাতা নাইট রাইডার্স। আপাতত কিছুদিন বিশ্রাম পাচ্ছে কেকেআর। বৃহস্পতিবার পরের ম্যাচে কেকেআর-এর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেও জয় না পেলে প্লে-অফের দৌড়ে আরও পিছিয়ে পড়বে কেকেআর।

আরও পড়ুন-

IPL 2023: প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে, শনিবার লড়াইয়ে দিল্লি-হায়দরাবাদ

IPL 2023: ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স স্টোইনিসের, পাঞ্জাবকে উড়িয়ে দিল লখনউ

IPL 2023: পারিবারিক সমস্যা, আইপিএল-এর মাঝেই বাংলাদেশে ফিরলেন লিটন দাস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী