IPL 2023: শনিবার ইডেনে আইপিএল-এর কলকাতা ডার্বি, মোহনবাগান সমর্থকদের পাশে চাইছেন ক্রুণালরা

Published : May 18, 2023, 06:44 PM IST
Lucknow Super Giants

সংক্ষিপ্ত

আইপিএল-এও চলে এল ফুটবলের উন্মাদনা। সবুজ-মেরুন জার্সি পরে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরাণরা। তাঁরা চাইছেন মোহনবাগানের সমর্থন।

ইডেন গার্ডেন্সে ফুটবল খেলা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গ্যালারিতে আর সবুজ-মেরুন জার্সি-পতাকা দেখা যায়নি। কিন্তু শনিবার লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররা সবুজ-মেরুন জার্সি পরেই খেলতে নামবেন। গ্যালারিতেও সবুজ-মেরুন উন্মাদনা দেখা যেতেই পারে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ইডেনের অনেক দর্শকের মধ্যেই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আবেগ দেখা গিয়েছিল। ভালো সমর্থন পেয়েছিল সিএসকে। শনিবার লখনউ সুপার জায়ান্টসও মোহনবাগান সমর্থকদের পাশে পাবে বলে আশা করছে। ফুটবল মাঠে যেভাবে প্রিয় দলের জন্য গলা ফাটান মোহনবাগান সমর্থকরা, আইপিএল-এও সবুজ-মেরুন জার্সির জন্য ইডেনের গ্যালারিতে আবেগের বিস্ফোরণ দেখা যেতে পারে। কয়েকদিন আগেই লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে খেলবে দল। বৃহস্পতিবার সেই জার্সি প্রকাশ্যে আনা হল। ফলে শনিবার আইপিএল-এ কলকাতা ডার্বি।

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া বলে দিলেন, 'আমি মোহনবাগানের ব্যাপারে জানি। ওরা এবার ট্রফিও জিতেছে। মোহনবাগান সমর্থকরা যদি শনিবার আমাদের জন্য গলা ফাটান, তাহলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যাবে। আশা করি আমরা মোহনবাগান সমর্কদের পাশে পাব। আমরা যত বেশি সমর্থন পাব ততই দলের পক্ষে ভালো।'

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে লখনউ সুপার জায়ান্টস। ক্রুণালের মতে, এখনও প্লে-অফ খেলা নিশ্চিত হয়নি। ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে জয় পেলে তবেই প্লে-অফে যাওয়া নিশ্চিত হবে। সেই কারণে তাঁরা সতর্ক। কেকেআর-এর বিশেষ কোনও ক্রিকেটারকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন না ক্রুণালরা। রিঙ্কু সিং ভালো পারফরম্যান্স দেখালেও, কেকেআর-এর বাকিদেরও গুরুত্ব দিচ্ছেন বলে জানালেন লখনউয়ের অধিনায়ক।

নিজের দল সম্পর্কে ক্রুণাল বললেন, 'কে এল রাহুলের চোট পেয়ে ছিটকে যাওয়া আমাদের দলের জন্য বড় ক্ষতি। ব্যাটার ও অধিনায়ক হিসেবে ওর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের জন্য কঠিন পরিস্থিতি ছিল। ও ছিটকে যাওয়ায় আমরা সবাই দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে। দলের সবাই মিলে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছি।'

বিজয় মালিয়ার সংস্থা যখন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের স্পনসর ছিল, তখন দুই প্রধানের ফুটবলারদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি পরে ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচ দেখতে যেতে হয়েছিল। তবে এবার লখনউ সুপার জায়ান্টসের কর্ণধারের আশা, ভালোবেসেই তাঁদের সমর্থন করবেন মোহনবাগান সমর্থকরা। সবুজ-মেরুন রংটাই তো আবেগ।

আরও পড়ুন-

IPL 2023: বিফলে লিয়াম লিভিংস্টোনের অসাধারণ ইনিংস, শেষ ওভারে জয় দিল্লি ক্যাপিটালসের

৯ বছর পর আইপিএল ম্যাচ, নতুন করে সেজে উঠেছে ধরমশালা, দেখলে চোখ ফেরাতে পারবেন না!

IPL 2023: পরের মরসুমে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ করা উচিত সৌরভকে, মত ইরফান পাঠানের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?