IPL 2023: বেশি কিছু ভাবছিলাম না, নিজের উপর বিশ্বাস ছিল, বললেন রিঙ্কু সিং

Published : May 09, 2023, 12:10 AM ISTUpdated : May 09, 2023, 12:36 AM IST
Rinku Singh

সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন রিঙ্কু।

পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সোমবার ইডেন গার্ডেন্সে ৫ উইকেটে জয় পেয়ে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এল কেকেআর। ১১ ম্যাচ খেলে কেকেআর-এর পয়েন্ট ১০। শেষ বলে বাউন্ডারি মেরে কেকেআর-কে জেতালেন রিঙ্কু সিং। ফের দলকে শেষ বলে জেতানোর পর রিঙ্কু বলেছেন, ‘আমি শেষ বলের ব্যাপারে কিছু ভাবি না। আমি যে ম্যাচে শেষ ওভারে ৫টি ছক্কা মেরেছিলাম, তখনও বিশেষ কিছু ভাবিনি। আমি প্রতিটি বল দেখে শট খেলছিলাম। আমি যে ম্যাচ শেষ করে দিতে পারব, নিজের উপর সেই বিশ্বাস ছিল। আমার ম্যাচ শেষ করা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমি ৫, ৬, ৭ নম্বরে ব্যাটিং করতে নামি। আমি সেভাবেই অনুশীলন করি। ম্যাচ জেতার পর আমার সেই জয় উদযাপন করার বিশেষ কোনও কায়দা নেই।’

ম্যাচের সেরা আন্দ্রে রাসেল বলেছেন, ‘ওদের বোলাররা ঠিকঠাক লেংথে বল করতে পারছিল না। তার ফলে আমরা শট খেলতে সক্ষম হই। শেষ ২ ওভারে আমাদের দরকার ছিল ৩০ রান। এই রান তুলে জয় পাওয়া সম্ভব ছিল। আমাকে ছক্কা মারার জন্য বিশেষ কসরত করতে হয়নি। পয়েন্টের উপর দিয়ে ওভার-বাউন্ডারি আমাদের পক্ষে আরও ভালো হয়। আমি ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু এ বছর আমাদের ফিনিশার হয়ে উঠেছে রিঙ্কু। ও আমাকে জিজ্ঞাসা করেছিল, শট খেলতে না পারলে কি ছুটে রান নেওয়ার চেষ্টা করব? আমি বলেছিলাম, হ্যাঁ। আমার বিশ্বাস ছিল, ও শেষ বলে দলকে জেতাতে পারবে। ওর খেলা দেখে গায়ে কাঁটা দিচ্ছে। ও আমার উপর থেকে চাপ কমিয়ে দিচ্ছে। ও প্রচণ্ড পরিশ্রম করে। ও মাঠের বাইরে মজার ছেলে। আমি অনুশীলনের সময় ওর কাছাকাছি থাকার চেষ্টা করি।’

কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেছেন, ‘আমি রিঙ্কুকে বারবার বলছিলাম, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যে কৃতিত্ব অর্জন করেছো, সেটা অনেকেই পারবে না। ও যখন ব্যাটিং করছিল, দর্শকরা সবাই রিঙ্কু-রিঙ্কু চিৎকার করছিল। ও এ বছর  এটা অর্জন করতে পেরেছে। আমি এর আগে ইডেনের দর্শকদের রাসেল-রাসেল চিৎকার করতে শুনেছি। এবার তাঁদের রিঙ্কু-রিঙ্কু চিৎকার করতে শুনে প্রচণ্ড আনন্দ ও গর্ব হচ্ছে।’

আরও পড়ুন-

IPL 2023: রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের

WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের পরিবর্তে ঈশান

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?