ICC Rankings: ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ৪৮ ঘণ্টা থেকেই পিছিয়ে পড়ল পাকিস্তান

পাকিস্তানিদের উল্লাস স্থায়ী হল মাত্র ৪৮ ঘণ্টা। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যাওয়ার পরেই ৩ নম্বরে নেমে গেল পাকিস্তান। ফের শীর্ষে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ৪ ম্যাচ জেতার পর রবিবার সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৪৭ রানে হেরে গিয়েছে পাকিস্তান। এই হারের ফলেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে বাবর আজমের দল। মাত্র ৪৮ ঘণ্টা শীর্ষে থাকার পরেই ৩ নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। ১১৩ রেটিং নিয়ে শীর্ষে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলের রেটিংও ১১৩। তবে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত। সেই কারণেই শীর্ষে অস্ট্রেলিয়া। পাকিস্তানের রেটিং ১১২। ১১১ রেটিং নিয়ে ৪ নম্বরে ইংল্যান্ড। ১০৮ রেটিং নিয়ে ৫ নম্বরে নিউজিল্যান্ড। ১০১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে দক্ষিণ আফ্রিকা। 

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচ জেতার পরেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু তারপরেই শীর্ষস্থান হারাতে হল বাবরদের। ৩০ ম্যাচ খেলে ৩,৩৪৮ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। সেখানে ৩৫ ম্যাচ খেলে ৩,৯৬৫ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল ৪৭ ম্যাচ খেলে ৫,২৯৪ পয়েন্ট পেয়েছে। কিন্তু রেটিংয়ে সবার আগে অস্ট্রেলিয়া। সম্প্রতি দুর্বল দলগুলির বিরুদ্ধে খেলে জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের প্রথমসারির ক্রিকেটাররা আইপিএল-এ খেলতে ব্যস্ত। সেই কারণেই সহজ জয় পেয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও গত বছর ওডিআই সিরিজ খেলেছে পাকিস্তান। সেই কারণেই রেটিং পয়েন্ট কমে গিয়েছে।

Latest Videos

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ। শাকিব আল-হাসানদের রেটিং ৯৫। ৮৬ রেটিং নিয়ে ৮ নম্বরে শ্রীলঙ্কা। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭২। ৭১ রেটিং নিয়ে ১০ নম্বরে আফগানিস্তান। এবারের এশিয়া কাপের যোগ্যতা অর্জন করা নেপাল র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছে। জিম্বাবোয়ে আছে ১৩ নম্বরে। আয়ারল্যান্ড ১১ ও স্কটল্যান্ড ১২ নম্বরে। ১৫ নম্বরে নেদারল্যান্ডস। ১৬ নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র।

আইপিএল-এর পর ভারতীয় দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। এই ম্যাচ খেলার পর অস্ট্রেলিয়া দল অ্যাশেজ সিরিজ খেলবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু কোথায় এবং কবে এশিয়া কাপ হবে, সেটা এখনও ঠিক হয়নি। পাকিস্তান থেকে সরে গিয়ে দুবাইয়েও হতে পারে এশিয়া কাপ। যদিও পিসিবি হুঁশিয়ারি দিয়েছে, দুবাইয়ে এশিয়া কাপ হলে দল পাঠাবে না। বিসিসিআই-এর উপর চাপ সৃষ্টি করার চেষ্টাও করছে পিসিবি। যদিও তাতে বিসিসিআই-এর অবস্থান বদলায়নি। পাকিস্তানে খেলতে যাচ্ছে না ভারতীয় দল।

আরও পড়ুন-

WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের পরিবর্তে ঈশান

ডন ব্র্যাডম্যানের চেয়ে কোনও অংশে পিছিয়ে নেই বাবর আজম, দাবি রামিজ রাজার

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M