IPL 2023: নজরে রিঙ্কু সিং, শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কেকেআর

এবারের আইপিএল-এর শুরুটা ভালো করতে না পারলেও, পরপর ২ ম্যাচ জিতে ভালো জায়গায় পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে কেকেআর।

আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, টিম সাউদি, লকি ফার্গুসনদের ছাপিয়ে কলকাতা নাইট রাইডার্সের নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিং। গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারা ম্যাচ জিতিয়ে দেওয়ার পর থেকেই আলোচনায় রিঙ্কু। শুক্রবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও কেকেআর শিবিরের ভরসা রিঙ্কুই। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকদের স্তব্ধ করে দেওয়ার পর এবার ইডেনের দর্শকদের মাতিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছেন রিঙ্কু। চলতি আইপিএল-এ পরপর ২ ম্যাচে জয় পেয়েছে কেকেআর। হায়দরাবাদকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় পাওয়াই লক্ষ্য কেকেআর শিবিরের। ঘরের মাঠে স্পিনাররাই ভরসা কেকেআর অধিনায়ক নীতীশ রানার। নারিন, বরুণের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তরুণ স্পিনার সূযশ শর্মা। পেসারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন। ব্যাটারদের মধ্যে ভরসা রহমানউল্লা গুরবাজ, নীতীশ, ভেঙ্কটেশ আইয়ার, রাসেল। শার্দুলও ভালো ব্যাটিং করছে। নারিনের ব্যাটিংয়ের হাতও ভালো। দলগত পারফরম্যান্সের মাধ্যমেই জয় তুলে নিতে চাইছে কেকেআর।

বাংলাদেশের ব্যাটার লিটন দাস কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। তবে তিনি শুক্রবার খেলার সুযোগ পাবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার গুরবাজ ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে উইনিং কম্বিনেশন হয়তো বদলাবেন না নীতীশ-চন্দ্রকান্ত পণ্ডিত। এই কারণে লিটনকে আইপিএল-এ প্রথম ম্যাচ খেলার সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। রাসেল অবশ্য এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। নারিন ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। পেসার ফার্গুসনকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। ফলে শুক্রবার লিটনের খেলার সম্ভাবনা কম। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসানের পরিবর্তে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। তাঁরও শুক্রবার খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

Latest Videos

গত ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ফর্মে ফিরেছেন অধিনায়ক এইডেন মার্করাম। হ্যারি ব্রুক, ময়ঙ্ক আগরওয়াল, হেইনরিখ ক্লাসেনও দলের ভরসা। পাঞ্জাবের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রাহুল ত্রিপাঠি। মিডল অর্ডারে এই ব্যাটারের উপর ভরসা করছে হায়দরাবাদ। ব্রুক, ক্লাসেনের কাছ থেকেও ভালো পারফরম্যান্সের আশায় মার্করাম, ব্রায়ান লারা। ইংল্যান্ডের হয়ে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ জিতেছেন ব্রুক। সেই কারণেই তাঁর উপর ভরসা করছে দল। হায়দরাবাদের বোলিং বিভাগের ভরসা ওয়াশিংটন সুন্দর, ময়ঙ্ক মার্কণ্ডে, ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসেন।

আরও পড়ুন-

অ্যাকশনে বদল আনা কঠিন, জসপ্রীত বুমরার ফিটনেস প্রসঙ্গে মন্তব্য ইয়ান বিশপের

IPL 2023: চোটমুক্ত থাকার জন্য কী করা উচিত ক্রিকেটারদের? পরামর্শ চিকিৎসক হেমন্ত কল্যাণের

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik