ভাই হার্দিক পান্ডিয়া গতবার আইপিএল-এ গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করেছেন। সেই তুলনায় পিছিয়ে পড়েছেন ক্রুণাল পান্ডিয়া। তবে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন ক্রুণাল।
আইপিএল-এ নিজাম ও নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে জয় পেল নবাবের শহরই। সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল লখনউ সুপার জায়ান্টস। ভালো পারফরম্যান্স দেখালেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল ও স্পিনার ক্রুণাল পান্ডিয়া। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রুণাল। ব্যাটিং ওপেন করতে নেমে ৩৫ রান করেন রাহুল। শেষদিকে পরপর ৩ উইকেট হারিয়ে জয় বিলম্বিত করে ফেলে লখনউ। শেষপর্যন্ত ৫ উইকেটে জয় পান রাহুলরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। তাঁর দল ৮ উইকেটে ১২১ রান করে। ১৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় লখনউ।
এদিন ম্যাচের শুরুতেই লখনউয়ের জয় নিশ্চিত হয়ে যায়। হায়দরাবাদের ইনিংসে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। ওপেনার আনমোলপ্রীত সিং করেন ৩১ রান। অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এদিনও বড় স্কোর করতে ব্যর্থ হন। তিনি করেন ৮ রান। সর্বাধিক ৩৫ রান করেন রাহুল ত্রিপাঠি। অধিনায়ক মার্করাম ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান। হ্যারি ব্রুক করেন ৩ রান। ওয়াশিংটন সুন্দর করেন ১৬ রান। ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আবদুল সামাদ। আদিল রশিদ করেন ৪ রান। ০ রানেই রান আউট হয়ে যান উমরান মালিক। ০ রানে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার। লখনউয়ের হয়ে ক্রুণালের ৩ উইকেটের পাশাপাশি ২৩ রান দিয়ে ২ উইকেট নেন অমিত মিশ্র। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন রবি বিষ্ণোই। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন যশ ঠাকুর।
রান তাড়া করতে নেমে লখনউয়ের ইনিংসের শুরুটা ভালোই করেন দুই ওপেনার রাহুল ও কাইল মেয়ার্স। ওপেনিং জুটিতে যোগ হয় ৩৫ রান। ১৩ রান করে আউট হয়ে যান মেয়ার্স। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা দীপক হুডা করেন ৭ রান। বোলিংয়ের পর ব্যাটিং করতে নেমেও ভালো পারফরম্যান্স দেখান ক্রুণাল। তিনি করেন ৩৪ রান। ১০ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস। প্রথম বলেই আউট হয়ে যান রোমারিও শেফার্ড। ১১ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রুণাল।
আরও পড়ুন-
সিএসকে-মুম্বই ইন্ডিয়ানস লড়াই ম্যান ইউ-লিভারপুল ম্যাচের মতো, মত মইন আলির
ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন সূর্যকুমার যাদব, আশাবাদী রিকি পন্টিং