ভারতীয় ক্রিকেট বর্তমান সদস্যদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার সূর্যকুমার যাদব। টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে সূর্যকুমার। তবে ওডিআই ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি।
আইপিএল-এ বিপক্ষ দল মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটার সূর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং। তিনি বলেছেন, ‘গত ১২ থেকে ১৮ মাসের মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে সূর্যকুমার। সাদা বলের ক্রিকেটে ও কী করতে পারে, সেটা সারা বিশ্ব জানে। আমার মনে হয়, ভারতীয় দলের সূর্যকুমারকে খেলিয়ে যাওয়া উচিত। ও ভারতকে বিশ্বকাপ জেতাতে পারে। ও হয়তো ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না। কিন্তু ও বড় ম্যাচে ভালো পারফরম্যান্স দেখায়। ও ভারতীয় দলকে বড় ম্যাচ জেতাতে পারে। প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে যেভাবে খেলত, ভারতের হয়ে সূর্যকুমার একইভাবে খেলছে। আমি চাই ভারতীয় দলের হয়ে খেলে যাক সূর্যকুমার। আমি সাবধানী ক্রিকেট খেলা পছন্দ করি না। আমি সবসময় চাই দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়রা থাকুক। আমার মনে হয় সূর্যকুমার ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার।’
এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৫ রান করেন সূর্যকুমার। পরের ম্যাচগুলিতে তাঁর কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশায় দল। ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দলও সূর্যকুমারের কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশায়। কিন্তু সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না সূর্যকুমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের কোনও ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। তবে তাঁর উপর ভরসা রাখছেন পন্টিং। তিনি বলেছেন, 'সবারই কেরিয়ারে এরকম সময় আসে। এটা উদ্বেগজনক ব্যাপার নয়। আমি এর আগে কোনও ব্যাটারকে পরপর ৩ ম্যাচে প্রথম বলেই ০ রানে আউট হতে দেখেছি কি না বলতে পারছি না। কিন্তু আমাদের সবাইকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ওঠা-পড়া থাকেই। আমি নিশ্চিত, ওডিআই ফর্ম্যাটে সূর্যকুমার বড় স্কোর করবে।'
২০২২-এর ফেব্রুয়ারিতে ওডিআই ফর্ম্যাটে শেষবার অর্ধশতরান করেন সূর্যকুমার। তারপর থেকেই তাঁর খারাপ সময় চলছে। টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, এই সময়ের মধ্যে ওডিআই ফর্ম্যাটে ১২.২৮ গড়ে ১৭২ রান করেছেন সূর্যকুমার। টেস্ট ম্যাচেও খেলার সুযোগ পেয়েছেন এই ব্যাটার। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার। পরের ৩ টেস্ট ম্যাচে তিনি আর খেলার সুযোগ পাননি। এরপর ওডিআই সিরিজে চূড়ান্ত ব্যর্থ হন। ফলে তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন-
শুবমানের সঙ্গে খেলায় ব্যাটিং সহজ হয়ে গিয়েছে, বলছেন ঋদ্ধিমান সাহা
শনিবার ধোনিদের বিরুদ্ধে লড়াই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোহিতরা