
দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককের অনুপস্থিতিতে এবারের আইপিএল-এ প্রথম ২ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে ব্যাটিং ওপেন করতে পারেন দীপক হুডা বা ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি ব্যাটার কাইল মেয়ার্স। লখনউ সুপার জায়ান্টস সূত্রে এমনই জানা গিয়েছে। ৩১ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। সেই সময় জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকবেন ডি কক। ৩১ মার্চ ও ২ এপ্রিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই কারণে প্রথম ২ ম্যাচে ডি কককে পাবে না লখনউ। ১ এপ্রিল প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছেন রাহুলরা। এরপর ৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে লখনউ। এই দু'টি ম্যাচে লখনউ যেমন ডি কককে পাচ্ছে না তেমনই দিল্লিও পাচ্ছে না লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্খিয়েকে। ফলে দু'দলই কিছুটা সমস্যায় পড়তে চলছে।
লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, ‘ডি কককে যে ম্যাচগুলিতে পাওয়া যাবে না সেই ম্যাচগুলিতে কাইল মেয়ার্সই রাহুলের সঙ্গে ওপেন করলে সবচেয়ে ভালো হয়। কারণ, ডি ককের মতোই মেয়ার্সও বাঁ হাতি ব্যাটার। টি-২০ ফর্ম্যাটে ওর স্ট্রাইক রেট ১৩৫-এর কাছাকাছি। রবিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচে ২৭ বলে ৫১ রান করেছে মেয়ার্স। সেই কারণে প্রথম দুই ম্যাচে রাহুলের সঙ্গে ওপেন করার ব্যাপারে এগিয়ে মেয়ার্স।’
লখনউ শিবির সূত্রে অবশ্য এটাও জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্ট যদি মিডল অর্ডারে বিদেশি ব্যাটারকে এনে ব্যাটিং বিভাগের শক্তি বাড়ানোর পরিকল্পনা করে বা বোলিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চায়, তাহলে মেয়ার্সের পরিবর্তে রাহুলের সঙ্গে ওপেন করতে পারেন হুডা। জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচে ব্যাটিং ওপেন করতে নেমে শতরান করেছেন হুডা। তাঁর হাতে বিভিন্ন ধরনের শট আছে। পাওয়ার-প্লে কাজে লাগাতে পারেন এই ব্যাটার।
এদিকে, চোট সারিয়ে অনেকটা ফিট হয়ে উঠেছেন বাঁ হাতি পেসার মহসিন খান। তিনি এখন লখনউ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ইউনিটের সঙ্গে রিহ্যাব করছেন। এবারের আইপিএল-এর প্রথমার্ধে কোনও ম্যাচই হয়তো খেলতে পারবেন না এই পেসার। তবে টিম ম্যানেজমেন্টের আশা, আইপিএল-এর দ্বিতীয়ার্ধে খেলতে পারবেন মহসিন। তাঁর পরিবর্তে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাটকে খেলার সুযোগ দিতে পারে লখনউ।
আরও পড়ুন-
IPL 2023: চোটের জন্য খেলতে পারছেন না প্রসিদ্ধ কৃষ্ণ, রাজস্থান রয়্যালসে সন্দীপ শর্মা
IPL 2023: চোট পাওয়া শ্রেয়াস আইয়ারের পরিবর্তে কেকেআর অধিনায়ক নীতীশ রানা
মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও