IPL 2023: টানটান উত্তেজনার ম্যাচে মুম্বইকে হারিয়ে প্লে-অফে প্রায় নিশ্চিত লখনউ

Published : May 16, 2023, 11:49 PM ISTUpdated : May 17, 2023, 12:06 AM IST
Lucknow Super Giants

সংক্ষিপ্ত

প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে প্রায় নিশ্চিত হয়ে গেল লখনউ সুপার জায়ান্টস।

আইপিএল-এ প্লে-অফের লড়াই আরও আকর্ষণীয় করে তুলল লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার দলকে ৫ রানে হারিয়ে দিল ক্রুণাল পান্ডিয়ার দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মার্কাস স্টোইনিসের অসাধারণ ইনিংসের সুবাদে ৩ উইকেটে ১৭৭ রান করেন লখনউ সুপার জায়ান্টস। রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭২ রান করেই থেমে গেল মুম্বই ইন্ডিয়ানস। জয়ের জন্য শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ানসের দরকার ছিল ১১ রান। কিন্তু ৫ রানের বেশি করতে পারেননি টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন। অসাধারণ বোলিং করে লখনউ সুপার জায়ান্টসকে জয় এনে দিলেন মহসিন খান। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে উঠে এল লখনউ সুপার জায়ান্টস। এদিন হেরে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস। 

এদিন লখনউ সুপার জায়ান্টস জয় পাওয়ায় কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। কারণ, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নীতীশ রানার দলের। শনিবার ইডেন গার্ডেন্সে লখনউয়ের মুখোমুখি হচ্ছে কেকেআর। সেই ম্যাচে জয় পেলে ১৪ পয়েন্টে পৌঁছবে কেকেআর। কিন্তু মুম্বই এখনই ১৪ পয়েন্টে আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংসও ১৪ বা তার বেশি পয়েন্টে পৌঁছে যেতে পারে। ফলে বেশ চাপে কেকেআর

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। শুরুতেই আউট হয়ে যান দীপক হুডা (৪), কুইন্টন ডি কক (১৬) ও প্রেরক মাঁকড় (০)। এরপর দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক ক্রুণাল ও স্টোইনিস। ক্রুণাল ৪২ বলে ৪৯ রান করেন। ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন স্টোইনিস। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। ৮ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ২ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ১ উইকেট নেন পীযূষ চাওলা।

রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে শুরুটা দারুণভাবে করেন অধিনায়ক রোহিত ও ঈশান কিষাণ। ওপেনিং জুটিতে যোগ হয় ৯০ রান। রোহিত ৩৭ ও ঈশান ৫৯ রান করেন। কিন্তু তারপরেও হেরে গেল ৫ বারের চ্যাম্পিয়নরা। সূর্যকুমার যাদব ৭, নেহাল ওয়াধেরা ১৬, বিষ্ণু বিনোদ ২ রান করেন। ৩২ রান করে অপরাজিত থাকেন ডেভিড। ৪ রান করে অপরাজিত থাকেন গ্রিন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ২ উইকেট করে নেন যশ ঠাকুর ও রবি বিষ্ণোই। ১ উইকেট নেন মহসিন।

আরও পড়ুন-

IPL 2023: এটা ধোনির শেষ আইপিএল হলে অবাক হব, মন্তব্য কেভিন পিটারসেনের

IPL 2023: পরিবারের সদস্যের মতোই কথা বলেছেন, রজনীকান্তের সঙ্গে দেখা করে মুগ্ধ বরুণ

IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

PREV
click me!

Recommended Stories

T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?
IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি