মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করা কঠিন করে ফেলল মুম্বই ইন্ডিয়ানস। এখন অনেক হিসেব করতে হবে রোহিত শর্মার দলকে।
মঙ্গলবার চলতি আইপিএল-এ নিজেদের ১৩-তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে যাওয়ার পরেও প্লে-অফের যোগ্যতা অর্জন করার ব্যাপারে আশাবাদী মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর তিনি বলেছেন, 'আমরা এই ম্যাচ জেতার মতো যথেষ্টা ভালো খেলতে পারিনি। এই ম্যাচের কিছু ছোট ছোট মুহূর্ত আমরা দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। আমরা পিচ ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। এই পিচ ব্যাটিং করার পক্ষে যথেষ্ট ভালো ছিল। আমাদের সামনে যে টার্গেট ছিল সেটা তাড়া করে জয় পাওয়া অসম্ভব ছিল না। আমাদের ইনিংসের দ্বিতীয়ার্ধে দিশা হারিয়ে ফেলি। আমরা বোলিং করার সময় শেষদিকে অনেক বেশি রান দিয়ে ফেলি। বিশেষ করে শেষ ৩ ওভারে প্রচুর রান দিই আমরা। কিন্তু তারপরেও আমরা যখন ব্যাটিং করতে নামি, তখন ইনিংসের শুরুটা ভালোভাবে করেছিলাম। কিন্তু আমরা দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে হারিয়ে যাই।'
বিপক্ষ দলের তারকা মার্কাস স্টোইনিসের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘ও খুব ভালো খেলেছে। ও সোজা ব্যাটে শট খেলছিল। এই ধরনের পিচে সেটাই করা উচিত। ও অসাধারণ ইনিংস খেলল। পয়েন্ট ও নেট রান রেটের হিসেব আমি এখনও করিনি। আমি শুধু জানি, শেষ ম্যাচে আমাদের ভালো খেলতে হবে।’
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৭৭ রান করে লখনউ সুপার জায়ান্টস। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৩৫ রানের মধ্যেই ৩ উইকেট তুলে নেন জেসন বেহরেনডর্ফ ও পীযূষ চাওলা। দীপক হুডা ৫ ও কুইন্টন ডি কক ১৬ রান করেন। প্রথম বলেই আউট হয়ে যান প্রেরক মাঁকড়। এরপর ইনিংসের হাল ধরেন ক্রুণাল ও স্টোইনিস। ৪২ বলে ৪৯ রান করে পেশিতে টান ধরায় অবসৃত হন ক্রুণাল। ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন স্টোইনিস। ৮ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ।
রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ানসের ইনিংসের শুরুটা ভালোভাবে করেন রোহিত ও ঈশান কিষাণ। রোহিত ২৫ বলে ৩৭ ও ঈশান ৩৯ বলে ৫৯ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা সূর্যকুমার যাদব ৭ রান করেন। নেহাল ওয়াধেরা করেন ১৬ রান। ১৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ৪ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ২ রান করেন বিষ্ণু বিনোদ। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ২ উইকেট করে নেন যশ ঠাকুর ও রবি বিষ্ণোই। ১ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ওভারে অসাধারণ বোলিং করে জয় এনে দেন মহসিন খান।
আরও পড়ুন-
IPL 2023: ১০ দিন হাসপাতালে ছিলেন বাবা, অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় উৎসর্গ মহসিন খানের
IPL 2023: টানটান উত্তেজনার ম্যাচে মুম্বইকে হারিয়ে প্লে-অফে প্রায় নিশ্চিত লখনউ
স্ত্রী, ছেলেদের নিয়ে মক্কায় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই