সংক্ষিপ্ত
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ানের বিরুদ্ধে অসাধারণ জয় ছিনিয়ে নিয়ে আইপিএল-এর প্লে-অফের লড়াই আরও আকর্ষণীয় করে তুলল লখনউ সুপার জায়ান্টস। লিগ পর্যায়ের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস।
শেষ ওভারে জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ানসের দরকার ছিল ১১ রান। ক্রিজে ছিলেন টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন। বোলিং করতে যান মহসিন খান। ঠান্ডা মাথায় দুর্দান্ত বোলিং করে লখনউ সুপার জায়ান্টসকে জয় এনে দিলেন মহসিন। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘ আমার ১০ দিন হাপাতালে ভর্তি ছিলেন। সোমবারই তাঁকে আইসিইউ থেকে ছাড়া হয়েছে। আমি বাবার জন্যই এই পারফরম্যান্স দেখালাম। তিনি হয়তো ম্যাচ দেখছিলেন। আমি দল ও সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ। গত ম্যাচে আমি ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। তারপরেও এই ম্যাচে আমাকে খেলার সুযোগ দেন গৌতম স্যার (গম্ভীর), বিজয় স্যার (দাহিয়া)। আমি চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলাম। চোট সারিয়ে মাঠে ফেরা কঠিন ছিল।’
মহসিন আরও বলেছেন, ‘আমি অনুশীলনে যা করি সেটাই ম্যাচে করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা কার্যকর করতে পারলাম। এমনকী, ক্রুণালও (পান্ডিয়া) আমার সঙ্গে কথা বলছিল। আমি ওকে একই কথা বলি। আমার রান-আপ একইরকম ছিল। শেষ ওভারেই রান-আপ বদলাইনি। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। স্কোরবোর্ডের দিকে না তাকিয়ে ৬টি বল ভালোভাবে করাই আমার লক্ষ্য ছিল। উইকেটে বল থমকে যাচ্ছিল। সেই কারণে আমি মন্থর গতিতে বোলিং করার চেষ্টা করছিলাম। তারপর ইয়র্কার বল দিই। বল রিভার্স স্যুইং করছিল।’
ক্রুণাল বলেছেন, ‘আমার পেশিতে টান ধরেছিল। ফলে ছুটতে কষ্ট হচ্ছিল। তবে আমি সবসময় দলের জন্য খেলতে চাই। দলের জন্য আমি সবকিছু করতে রাজি। সেই কারণে এই ফলে আমি খুশি। মহসিনের হৃদয় অনেক বড়। ওর অস্ত্রোপচার হয়। তারপর আইপিএল-এ খেলছে। ও আরও অনেক সাফল্য পেতে পারে। ওর কাজটা সহজ ছিল না। এই ম্যাচ ভালোভাবে শেষ করতে পারায় আমি খুবই খুশি। আমাদের ঘরের মাঠে শেষ ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পেরে ভালো লাগছে।’
ম্যাচের সেরা মার্কাস স্টোইনিস সতীর্থ মহসিনের প্রশংসা করে বলেছেন, ‘ও দীর্ঘদিন পর খেলতে নামে। চোট পাওয়ার পর শেষ ওভারে বোলিং করা সহজ ছিল না। ওর জন্য এটা দারুণ মুহূর্ত। এই ম্যাচে টানটান লড়াই হল। অনেককিছুই আমাদের পক্ষে যায়নি। স্পিনাররা ২ ওভারে ভালো বোলিং করায় এবং মহসিন শেষ ওভারে অসাধারণ বোলিং করাতেই আমরা জয় পেলাম। আমাদের দলে তেমন কোনও সুপারস্টার নেই। সবাই মিলে দলকে সাহায্য করছি।’
আরও পড়ুন-
IPL 2023: টানটান উত্তেজনার ম্যাচে মুম্বইকে হারিয়ে প্লে-অফে প্রায় নিশ্চিত লখনউ
IPL 2023: এটা ধোনির শেষ আইপিএল হলে অবাক হব, মন্তব্য কেভিন পিটারসেনের
স্ত্রী, ছেলেদের নিয়ে মক্কায় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই