২০২২-এর আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতিটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছেন কে এল রাহুল। এবারও তিনি ভালো ব্যাটিং করছেন।
আইপিএল-এর ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে ৪,০০০ রানের রেকর্ড গড়লেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। শনিবার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন রাহুল। তিনি ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন। আইপিএল-এ ৪,০০০ রান পূর্ণ করতে ১১২ ইনিংস নেন গেইল। সেখানে ১০৫ ইনিংসেই ৪,০০০ রান পূর্ণ করলেন রাহুল। ভারতীয়দের মধ্যে আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান করার রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলির। ১২৮ ইনিংসে ৪,০০০ রান পূর্ণ করেন বিরাট। সেই রেকর্ডও ভেঙে দিলেন রাহুল। শনিবার ওপেন করতে নেমে ৫৬ বলে ৭৪ রান করেন লখনউয়ের ওপেনার। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।
শনিবার এই ইনিংস খেলার সুবাদে আইপিএল-এ অধিনায়ক হিসেবে ২,০০০ রান পূর্ণ করলেন রাহুল। তিনি ৪৭ ইনিংস এই নজির গড়লেন। এই রেকর্ড এখনও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দখলে। অধিনায়ক হিসেবে ৪৬ ইনিংসে ২,০০০ রান পূর্ণ করেন ওয়ার্নার। অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে পারেননি রাহুল। তবে তিনিই একমাত্র ব্যাটার যিনি অধিনায়ক হিসেবে আইপিএল-এ ২,০০০ রান করার পথে ৫০-এর বেশি ব্যাটিং গড় বজায় রাখতে পেরেছেন। আইপিএঅল-এ এখনও পর্যন্ত মোট ১৪ জন ব্যাটার ৪,০০০ বা তার বেশি রান করেছেন। রাহুলের আগে এই নজির গড়েছেন বিরাট, শিখর ধাওয়ান, ওয়ার্নার, রোহিত শর্মা, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, গেইল, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক, অম্বাতি রায়াডু, গৌতম গম্ভীর ও অজিঙ্কা রাহানে। লখনউয়ের হয়ে খেলার আগে আইপিএল-এ সানরাইজার্স হায়দারাবাদ ও আরসিবি-র হয়ে খেলেছেন রাহুল।
লখনউ-পাঞ্জাব ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এই ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করল লখনউ। রাহুল কার্যত একাই লড়াই করলেন। লখনউয়ের আর কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক ২৯ রান করেন কাইল মেয়ার্স। ক্রুণাল পান্ডিয়া করেন ১৮ রান। মার্কাস স্টোইনিস করেন ১৫ রান। লখনউয়ের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। দীপক হুডা করেন ২ রান। প্রথম বলেই আউট হয়ে যান নিকোলাস পুরাণ (০)। ৫ রান করে অপরাজিত থাকেন আয়ূষ বাদোনি। ১ রান করেন কৃষ্ণাপ্পা গৌতম। প্রথম বলেই আউট হয়ে যান যুধবীর সিং (০)। ৩ রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই। পাঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন কারান। ২ উইকেট নেন কাগিসো রাবাদা। ১ উইকেট করে নেন আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার ও সিকন্দর রাজা।
আরও পড়ুন-
IPL 2023: ফের অনবদ্য ব্যাটিং বিরাটের, দিল্লির বিরুদ্ধে সহজ জয় আরসিবি-র
IPL 2023: আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একটি মাঠে ২,৫০০ রান বিরাটের
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান