IPL 2023: আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একটি মাঠে ২,৫০০ রান বিরাটের

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট কোহলির দুর্দান্ত ফর্ম অব্যাহত। শনিবারও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেললেন বিরাট।

শনিবার আইপিএল-এ আরও একটি রেকর্ড গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি। আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোনও একটি মাঠে ২,৫০০ রান করার নজির গড়লেন বিরাট। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ রান করার পরেই এই রেকর্ড গড়েন বিরাট। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান বিরাট। এদিনও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ওপেন করতে নেমে ৩৪ বলে ৫০ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। এই ম্যাচে আরসিবি-র সর্বাধিক স্কোরার বিরাটই। তাঁর এই ইনিংসের সুবাদেই লড়াই করার মতো স্কোর করতে সক্ষম হল আরসিবি।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান করে আরসিবি। ২২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। ২৬ রান করেন মহীপাল লোমরোর। ২৪ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। হর্ষল প্যাটেল করেন ৬ রান। ২০ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। প্রথম বলেই আউট হয়ে যান দীনেশ কার্তিক (০)। ১৫ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত। দিল্লির হয়ে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল মার্শ। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন ললিত যাদব।

Latest Videos

২০১৬ সালের আইপিএল-এ সবচেয়ে ভালো ফর্মে ছিলেন বিরাট। সেবার তিনি ৯৭৩ রান করেন আরসিব-র তৎকালীন অধিনায়ক। এটাই আইপিএল-এর কোনও একটি মরসুমে একজন ব্যাটারের সর্বাধিক স্কোর। এই রেকর্ড এখনও অক্ষত। এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট। আইপিএল-এ ৫টি শতরান ও ৪৬টি শতরান করেছেন বিরাট। আইপিএল-এ তাঁর সর্বাধিক স্কোর ১১৩। ২০২২-এর আইপিএল অবশ্য এই তারকা ব্যাটারের পক্ষে একেবারেই ভালো যায়নি। তিনি ১৬ ম্যাচ খেলে ২২.৭৩ গড়ে ৩৪১ রান করেন। এটাই আইপিএল-এর কোনও মরসুমে বিরাটের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এবার অবশ্য ফর্মে আছেন এই তারকা। তিনি এখন প্রথম ব্যাটার হিসেবে আইপিএল-এ ৭,০০০ রান করার পথে। এবার আইপিএল হচ্ছে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে। চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়ে ফর্মে ফিরেছেন বিরাট। তিনি দলকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করার লক্ষ্যে লড়াই চালাচ্ছেন।

আরও পড়ুন-

Poila Baisakh 2023: সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার, নববর্ষের শুভেচ্ছা কেকেআর তারকাদের

রঞ্জি ট্রফি ফাইনালে চুনী গোস্বামী আউট ছিলেন না, মোহনবাগানের অনুষ্ঠানে স্বীকার গাভাসকরের

IPL 2023: শনিবার সামনে পাঞ্জাব কিংস, ফের বিস্ফোরক ইনিংস খেলতে তৈরি নিকোলাস পুরাণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari