IPL 2023: ফের অনবদ্য ব্যাটিং বিরাটের, দিল্লির বিরুদ্ধে সহজ জয় আরসিবি-র

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-দিল্লি ক্যাপিটালস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হল। অসাধারণ পারফরম্যান্স দেখালেন আরসিবি-র তারকা ব্যাটার বিরাট কোহলি।

পাঁচে পাঁচ, তবে জয় নয়, হার। এবারের আইপিএল-এ টানা পাঁচ ম্যাচে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। যথারীতি ব্যর্থ ওপেনার পৃথ্বী শ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার এদিন আর বড় স্কোর করতে পারলেন না। ব্যাট হাতে লড়াই করলেন মণীশ পাণ্ডে। কিন্তু তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হল না। বিরাট কোহলির কাছে ম্লান হয়ে গেলেন মণীশ। ২৩ রানে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএল-এ দ্বিতীয় জয় পেল আরসিবি। ঘরের মাঠে এই জয় ফাফ ডু প্লেসির দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ধারাবাহিকতা বজায় রাখাই আরসিবি-র লক্ষ্য। অন্যদিকে, প্রথম জয়ের খোঁজে দিল্লি। প্রধান কোচ রিকি পন্টিং, ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটারদের উজ্জীবিত করার অনেক চেষ্টা করছেন। কিন্তু তাঁদের সব চেষ্টাই বিফলে যাচ্ছে।

শনিবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। কিন্তু গত চার ম্যাচের মতো এদিনও তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হল না। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান করে আরসিবি। ওপেনার বিরাট ৩৪ বলে ৫০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি বাউন্ডারি। অপর ওপেনার অধিনায়ক ফাফ ডু প্লেসি করেন ২২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা মহীপাল লোমরোর করেন ২৬ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ২৪ রান। হর্ষল প্যাটেল করেন ৬ রান। ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। প্রথম বলেই আউট হয়ে যান অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক (০)। ১৫ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল মার্শ। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন ললিত যাদব।

Latest Videos

রান তাড়া করতে নেমে চতুর্থ বলেই পৃথ্বী শ-র (০) উইকেট হারায় দিল্লি। পরের ওভারেই আউট হয়ে যান মার্শ। তৃতীয় ওভারে আউট হয়ে যান যশ ধূল (১)। ২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দিল্লি। এরপর দলের ৩০ রানের মাথায় আউট হয়ে যান ওয়ার্নার (১৯)। লড়াই করেন মণীশ (৫০)। বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল করেন ৫ রান। অক্ষর করেন ২১ রান। ১৮ রান করেন আমন হাকিম খান। ললিত করেন ৪ রান। ২৩ রান করে অপরাজিত থাকেন অ্যানরিক নর্খিয়ে। ৭ রান করে অপরাজিত থাকেন কুলদীপ। 

এদিনই আইপিএল-এ প্রথম ম্যাচ খেললেন বিজয়কুমার বিশাক। কর্ণাটকের এই পেসার অভিষেক ম্যাচে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ উইকেট করে নেন ওয়েন পার্নেল, ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল।

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একটি মাঠে ২,৫০০ রান বিরাটের

Poila Baisakh 2023: সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার, নববর্ষের শুভেচ্ছা কেকেআর তারকাদের

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু