বেশ কিছুদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না ক্রুণাল পান্ডিয়া। এবারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ফেরাই তাঁর লক্ষ্য।
শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন ক্রুণাল পান্ডিয়া। প্রথমে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৩ বলে ৩৪ রান করেন এই অলরাউন্ডার। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। বল হাতে আনমোলপ্রীত সিং, ময়ঙ্ক আগরওয়াল ও এইডেন মার্করামকে আউট করে দেন ক্রুণাল। ম্যাচের পর তিনি জানিয়েছেন, সমালোচকদের জবাব দিতে পেরে খুশি হয়েছেন। ক্রুণাল বলেছেন, 'এ বছর আমি ভালো জায়গায় আছি। কোনও কাজে যদি স্বচ্ছতা থাকে, তাহলে সব কাজই ঠিকমতো হয়। আমি সবসময় নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করতে চাই। ফল নিয়ে খুব একটা ভাবি না। আমি ক্রিকেট থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলাম। কারণ, আমি শুধু সাদা বলের ফর্ম্যাটেই খেলার সুযোগ পাচ্ছিলাম। এই অবসরে আমি নিজের বোলিংয়ের উন্নতির জন্য পরিশ্রম করেছি। তার ফলও পাচ্ছি।'
ক্রুণাল আরও বলেছেন, ‘গত ২-৩ বছরে আমার বল ঠিকমতো হচ্ছিল না। গত ৩-৪ মাস ধরে আমি বোলিংয়ে বদল আনার চেষ্টা করেছি। বল যাতে ঘোরাতে পারি, উঁচু থেকে বল ছাড়তে পারি, সেই চেষ্টা করেছি। এখন আমার হাত থেকে ভালো বল বেরোচ্ছে। অনেকে বলে আমি বল ঘোরাতে পারি না। মার্করামকে বোল্ড করে আমি তাদের জবাব দিয়েছি। আমি আইপিএল-এ গত ৪-৫ মরসুমে কীভাবে খেলেছি, সেটা মনে করার চেষ্টা করছি। সেই সময় আমি মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছিলাম। আমি ছন্দ ও ধারাবাহিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছি। আমার নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় কাজ সহজ হচ্ছে।’
হায়দরাবাদের বিরুদ্ধে লখনউয়ের হয়ে বোলিং আক্রমণে প্রথম সাফল্য পান ক্রুণালই। ম্যাচের তৃতীয় ওভারেই হায়দরাবাদের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালকে আউট করে দেন ক্রুণাল। ক্যাচ আউট হন ময়ঙ্ক। ক্রুণালের দ্বিতীয় শিকার হন অপর ওপেনার আনমোলপ্রীত সিং। তাঁকে এলবিডব্লু করে দেন ক্রুণাল। এরপর প্রথম বলেই বোল্ড হয়ে যান মার্করাম।
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন হার্দিক ও ক্রুণাল। নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের অধিনায়ক হয়ে প্রথম মরসুমেই আইপিএল জিতেছেন হার্দিক। ক্রুণালও এবার তাঁর বর্তমান দল লখনউকে আইপিএল চ্যাম্পিয়ন করতে চান। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন-
যথেষ্ট রান করতে না পারার জন্যই হারতে হল, হতাশ হায়দরাবাদের অধিনায়ক
বিয়ের জন্য অস্ট্রেলিয়া ফিরছেন, আইপিএল-এ কয়েকটি ম্যাচ খেলবেন না মিচেল মার্শ
সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ সুপার জায়ান্টস