সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছ হারের পর দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল হায়দরাবাদ।

আইপিএল-এ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না এইডেন মার্করাম। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তাঁর দলও ৫ উইকেটে হেরে গেল। এই নিয়ে চলতি আইপিএল-এ টানা ২ ম্যাচে হেরে গেল হায়দরাবাদ। ম্যাচ শেষ হওয়ার পর হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন মার্করাম। তিনি বলেছেন, 'আমরা যথেষ্ট রান করতে পারিনি। আমরা ১৫০ থেকে ১৬০ রান করার চেষ্টা করেছিলাম। কিন্তু পরপর উইকেট হারিয়ে ফেলি আমরা। তার ফলে রানের গতি কমে যায়। আমরা বুঝতে পেরেছিলাম, এই উইকেটে ব্যাটিং করা সহজ নয়। কিন্তু আমরা লড়াই করতে পেরেছি বলে খুশি। ওদের বোলাররা পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী দারুণ বোলিং করেছে। আমাদের বোলাররাও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমরা ওদের হাতে বেশি রান তুলে দিতে পারিনি। কিন্তু তারপরেও ওরা দারুণ লড়াই করেছে। আমাদের পরের হোম ম্যাচে অন্যরকম পরিবেশ-পরিস্থিতিতে খেলা হবে। আমাদের দল সেখানে খেলেছে। পাঞ্জাব কিংস ভালো খেলছে বটে কিন্তু রবিবার আমরা ওদের হারিয়ে দিতে পারি।'

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মার্করাম। তিনি আশা করেছিলেন দল বড় স্কোর করবে। কিন্তু সেটা হয়নি। লখনউয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ৮ উইকেটে ১২১ রান করে হায়দরাবাদ। ১৬ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লখনউ। ব্যাটিং করতে নেমে ২৩ বলে ৩৪ রান করেন ক্রুণাল। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল করেন ৩৫ রান। সহজ জয়ই পেল লখনউ। 

হায়দরাবাদের হয়ে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন আদিল রশিদ। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ১৩ রান দিয়ে ১ উইকেট নেন ফজলহক ফারুকি। ২২ রান দিয়ে ১ উইকেট নেন উমরান মালিক। হায়দরাবাদের বোলাররা যথেষ্ট লড়াই করেন। শেষদিকে অল্প রানের মধ্যে ৩ উইকেট হারায় লখনউ। কিন্তু তারপরেও রাহুলের দলের জয় পেতে সমস্যা হয়নি। 

পয়েন্ট তালিকায় সবার শেষে হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসও ২ ম্যাচ হেরেছে। কিন্তু রান রেটে পিছিয়ে হায়দরাবাদ। রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে জিততে না পারলে মার্করামদের সমস্যা বাড়বে। 

আরও পড়ুন-

বিয়ের জন্য অস্ট্রেলিয়া ফিরছেন, কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না মিচেল মার্শ

সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ সুপার জায়ান্টস

সিএসকে-মুম্বই ইন্ডিয়ানস লড়াই ম্যান ইউ-লিভারপুল ম্যাচের মতো, মত মইন আলি