IPL 2023: শনিবার ইডেনে ডার্বির মেজাজ, কেকেআর-লখনউ লড়াইয়ে নজরে মোহনবাগান

কলকাতা ডার্বির আগে যেমন দু'দলের কোচ, ফুটবলার, কর্মকর্তা, সমর্থকদের মধ্যে কথার লড়াই দেখা যায়, কলকাতা নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগেও সেরকম লড়াই দেখা যাচ্ছে।

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন-সহ দেশের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের ফুটবল ম্যাচ থাকলেই গ্যালারিতে প্রিয় দলের জার্সি পরে অনেক সমর্থককে দেখা যায়। গ্যালারিতে ছোট-বড় সবুজ-মেরুন পতাকাও দেখা যায়। আইপিএল-এর ইতিহাসে প্রথমবার ইডেন গার্ডেন্সে সেই দৃশ্য দেখা যেতে পারে। সবুজ-মেরুন জার্সি পরে খেলবে লখনউ সুপার জায়ান্টস। সাংবাদিক বৈঠক করে মোহনবাগান সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ক্রুণাল পান্ডিয়া। লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও মোহনবাগান সমর্থকদের ইডেনে গলা ফাটানোর অনুরোধ জানানো হয়। কলকাতা নাইট রাইডার্স সেই পোস্ট নিয়ে আপত্তি জানানো হয়। বিসিসিআই-এর নির্দেশে সেই পোস্ট মুছে দিতে বাধ্য হয় লখনউ সুপার জায়ান্টস। তবে তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সবুজ-মেরুন জার্সি পরা ক্রুণালদের ছবি। মোহনবাগান সমর্থকরা কেকেআর-এর বিরুদ্ধে লখনউকে সমর্থন করতে তৈরি। সবুজ-মেরুন জার্সি নিয়ে তাঁদের যে আবেগ, সেখানে প্রভাব ফেলতে পারছে না কেকেআর।

ইডেন গার্ডেন্স কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ হলেও, সবুজ-মেরুন জার্সির জন্যই শনিবার মোহনবাগান তাঁবুর উল্টোদিকের স্টেডিয়ামের গ্যালারিতে লখনউ সুপার জায়ান্টস সমর্থকদেরই আধিক্য দেখা যেতে পারে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ক্রুণাল, নিকোলাস পুরাণরা। শনিবার জিতলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে লখনউ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়েছে কেকেআর। শনিবার জিতলেও প্লে-অফের যোগ্যতা অর্জন করা কঠিন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ানস ইতিমধ্যেই ১৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংসও ১৪ পয়েন্টে পৌঁছে যেতে পারে। ফলে কেকেআর-এর কাজ কঠিন।

Latest Videos

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। ব্যাটিং বিভাগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রিঙ্কু সিং, অধিনায়ক নীতীশ রানা, জেসন রয়। রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে তাঁরা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। বোলিং বিভাগেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বরুণ চক্রবর্তী ছাড়া অন্য কোনও বোলারই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না।

ঘরের মাঠে কেকেআর-কে অবশ্য মোটেই হাল্কাভাবে নিচ্ছে না লখনউ সুপার জায়ান্টস। অধিনায়ক ক্রুণাল স্পষ্ট করে দিয়েছেন, শুধু রিঙ্কু না, বিপক্ষ দলের সবাইকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। মেন্টর গৌতম গম্ভীরের অভিজ্ঞতা লখনউ সুপার জায়ান্টসকে সাহায্য করছে। কেকেআর-এর অধিনায়ক ছিলেন গম্ভীর। ফলে ইডেনের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। শনিবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান গম্ভীর।

আরও পড়ুন-

IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ

IPL 2023: আইপিএল-এ ৬ শতরান, ক্রিস গেইলের রেকর্ড স্পর্শ বিরাট কোহলির

IPL 2023: রান রেটের হিসেব মাথায় নেই, শেষ ম্যাচ জিততেই হবে, বার্তা রোহিত শর্মার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed