IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ
আইপিএল-এ ফুটবলের উন্মাদনা। সবুজ-মেরুন জার্সি পরে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরাণরা। তাঁরা চাইছেন মোহনবাগানের সমর্থন।
শনিবার ইডেনে মোহনবাগান সমর্থকদের পাশে চাইছে লখনউ সুপার জায়ান্টস। ক্রুণাল বলে দিলেন, 'আমি মোহনবাগানের ব্যাপারে জানি। ওরা ট্রফি জিতেছে। মোহনবাগান সমর্থকরা যদি শনিবার আমাদের জন্য গলা ফাটান, তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আশা করি আমরা মোহনবাগান সমর্কদের পাশে পাব।' লখনউ সুপার জায়ান্টসের কর্ণধাররা অবশ্য শুধু মোহনবাগান সমর্থকদেরই নয়, সারা কলকাতার সমর্থন চাইছেন।
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কলকাতার নাম জুড়ে থাকায় এই শহরের বা বাংলার ক্রিকেটপ্রেমীদের আবেগ রয়েছে। কিন্তু মোহনবাগানকে নিয়ে সারা বাংলার মানুষের যে আবেগ রয়েছে, তার সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। সেই আবেগ হাতিয়ার করেই শনিবার ইডেনে কেকেআর-কে কোণঠাসা করে দিতে চাইছে লখনউ সুপার জায়ান্টস।
শনিবার ইডেনে কেকেআর-কে হারাতে পারলেই প্লে-অফে জায়গা করে নেবে লখনউ সুপার জায়ান্টস। একইসঙ্গে কেকেআর-এর প্লে-অফে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। টাইব্রেকারে জিতে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। সবুজ-মেরুন জার্সিতে ক্রুণালরাও সেভাবেই লিগ পর্যায়ের শেষ ম্যাচে বাজিমাত করে প্লে-অফে জায়গা করে নেওয়ার লক্ষ্যে।