IPL 2023: ধোনি সবসময় বিরক্ত করত, কেন এই মন্তব্য করলেন প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা?

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়েও দুর্দান্ত সাফল্য পেয়েছেন। তাঁর স্ট্র্যাটেজি সবসময়ই বিপক্ষ দলকে সমস্যায় ফেলে।

Web Desk - ANB | Published : Apr 8, 2023 8:15 AM IST / Updated: Apr 08 2023, 04:21 PM IST

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছেন। ধোনির বিপক্ষ দলেও খেলেছেন। ফলে খুব কাছ থেকে ধোনিকে দেখেছেন রবিন উথাপ্পা। প্রাক্তন সতীর্থর প্রতি শ্রদ্ধাশীল উথাপ্পা। ধোনির সঙ্গে একই দলে খেলা যেমন সুবিধাজনক, তেমনই বিপক্ষ দলে খেলা কতটা অসুবিধাজনক, সেটা হাড়েহাড়ে টের পেয়েছেন এই ব্যাটার। ধোনি সম্পর্কে উথাপ্পা বলেছেন, 'ধোনি সবসময় প্রচণ্ড বিরক্ত করত। আমি যখনই সিএসকে-র বিরুদ্ধে খেলতাম, তখনই বিরক্ত করত ধোনি। আমার প্রচণ্ড বিরক্ত লাগত। একটি ম্যাচে আমি ব্যাটিং করতে নামার পর বল করতে যায় (জশ) হ্যাজেলউড। ওর বলে ফাইন লেগে কাউকে রাখেনি ধোনি। ফলে আমার মনে হচ্ছিল, অফস্টাম্পের বাইরে বল করবে হ্যাজেলউড। আমি ডিপ পয়েন্টে বড় শট খেলে বাউন্ডারি মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে যাই। ব্যাটাররা যে শট খেলতে স্বচ্ছন্দ নয়, সেই শট খেলতে বাধ্য করে ধোনি। ও ব্যাটারদের পরিকল্পনা বুঝতে পেরে যায়। ও শুধু ব্যাটারদেরই অন্যভাবে ভাবতে বাধ্য করে তাই নয়, বোলারদেরও ভাবনা বদল করতে বাধ্য করে।'

ধোনি সম্পর্কে উথাপ্পা আরও বলেছেন, ‘ও বোলারদের এমন একটি পরিস্থিতিতে ফেলে দেয়, যে পরিস্থিতিত বোলারদের মনে হয়, উইকেট নেওয়ার সুযোগ কাজে লাগাতেই হবে। আমাদের সঙ্গে ম্যাচের আগে দেবদত্ত পাড়িক্কল পিক-আপ শট খুব ভালো খেলছিল। ওকে দ্রুত আউট করার জন্য ধোনি বলে, আমরা ওকে পিক-আপ শট খেলতে বাধ্য করব। ফাইন লেগের ফিল্ডারকে লেগ গালির জায়গায় দাঁড় করায় ধোনি। তখন আমার মনে হয়েছিল, ধোনির মাথায় এরকম ভাবনা আসে কোথা থেকে?’

২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এরপর থেকে তিনি শুধু আইপিএল-এ খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একবার সিএসকে-কে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি। তবে গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি সিএসকে। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সিএসকে। শনিবার তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে লড়াই ধোনিদের। এই ম্যাচেও জয়ের জন্য উপযুক্ত পরিকল্পনা করছেন সিএসকে অধিনায়ক। একসঙ্গে খেলার সুবাদে উথাপ্পা ভালোভাবেই জানেন ধোনি কীভাবে অভিনব সব পরিকল্পনা করেন। সেই কারণেই উথাপ্পার মতে, শনিবারের ম্যাচে এগিয়ে সিএসকে। ধোনির পরিকল্পনাতেই মাত হতে পারে মুম্বই।

আরও পড়ুন-

চেন্নাই সুপার কিংসকে যে কোনও মাঠেই হারানো কঠিন, মত কাইফের

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স, সমালোচকদের জবাব দিতে পেরে খুশি ক্রুণাল

শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা যুবরাজের

Read more Articles on
Share this article
click me!