সংক্ষিপ্ত
শনিবার সন্ধেবেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানস-চেন্নাই সুপার কিংস লড়াই। রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনির টক্কর ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস, চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। শনিবার সন্ধেবেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর দুই সফলতম দলের টক্কর। তবে এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের জয়ের আশা খুব একটা দেখছেন না প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি চেন্নাই সুপার কিংসের জয়ের সম্ভাবনাই বেশি দেখছেন। কাইফ বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ানস ঘরের মাঠে সবসময়ই শক্তিশালী দল। কিন্তু চেন্নাই সুপার কিংসকে যে কোনও মাঠেই হারানো কঠিন। এই পরিস্থিতিতে মরসুমের প্রথম পয়েন্ট পেতে হলে মুম্বই ইন্ডিয়ানসকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনেক কসরত করতে হবে। মুম্বইয়ের পক্ষে জয় পাওয়া একেবারেই সহজ হবে না। বরং সিএসকে জয় পেতেই পারে।'
এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত একটি ম্যাচই খেলেছে রোহিত শর্মার দল। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছে মুম্বই। অন্যদিকে, প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সিএসকে। ফলে শনিবার রোহিতদের ঘুরে দাঁড়ানোর লড়াই। ধারাবাহিকতা বজায় রাখাই ধোনিদের লক্ষ্য। শনিবারের ম্যাচে চেন্নাইকেই এগিয়ে রাখছেন কাইফ।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার টম মুডি এই ম্যাচ প্রসঙ্গে বলেছেন, ‘আইপিএল-এ গত ১৫ বছরে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ানস ভাগাভাগি করে ৯ বার ট্রফি জিতেছে। ফলে এই দুই দলের গর্ব করার মতো অনেককিছু আছে। এই দুই দলই অসাধারণ। ওরা দারুণভাবে দল পরিচালনা করে। মুম্বই ইন্ডিয়ানস ঘরের মাঠে খেলছে। ফলে এটা অধিনায়ক রোহিত শর্মার কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ওরা জেতার জন্য সবরকমভাবে চেষ্টা করবে। এই দুই দলের লড়াই অনেক পুরনো। শনিবার ফের কড়া টক্কর দেখা যেতে পারে।’
আরসিবি-র বিরুদ্ধে তিলক ভার্মা ছাড়া মুম্বইয়ের আর কোনও ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দুই ওপেনারই ব্যর্থ হন। রোহিত ১০ বল খেলে মাত্র ১ রান করেন। অপর ওপেনার ঈশান কিষাণও বড় রান পাননি। এই বাঁ হাতি ব্যাটার করেন ১০ রান। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন করেন ৫ রান। মুম্বইয়ের বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। জোফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফ উইকেট পাননি। তাঁরা প্রচুর রান দেন। নিয়ন্ত্রিত বোলিং করেন একমাত্র পীযূষ চাওলা। ঘরের মাঠে গত ম্যাচের ভুলগুলি শুধরে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন রোহিতরা। গত মরসুমে দলের ফল একেবারেই ভালো হয়নি। এবারও শুরুটা খারাপ হয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচেও জয় না পেলে মুম্বইয়ের উপর চাপ বাড়বে।
আরও পড়ুন-
শনিবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস টক্কর
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স, সমালোচকদের জবাব দিতে পেরে খুশি ক্রুণাল
যথেষ্ট রান করতে না পারার জন্যই হারতে হল, হতাশ হায়দরাবাদের অধিনায়ক