IPL 2023: ঝাই রিচার্ডসনের পরিবর্ত হিসেবে রিলি মেরেডিথকে নিল মুম্বই ইন্ডিয়ানস

Published : Apr 06, 2023, 09:32 PM ISTUpdated : Apr 06, 2023, 10:30 PM IST
Riley Meredith

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছে রোহিত শর্মার দল।

চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়া ঝাই রিচার্ডসনের পরিবর্তে অস্ট্রেলিয়ার পেসার রিলি মেরেডিথকে নিল মুম্বই ইন্ডিয়ানস। ২৬ বছরের এই পেসার এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টি-২০ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন। এর আগে আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন মেরেডিথ। এবার বাধ্য হয়েই তাঁকে দলে নিল মুম্বই। এই পেসারের সঙ্গে দেড় কোটি টাকার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এবারের আইপিএল-এর নিলামে রিচার্ডসনকেও দেড় কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল মুম্বই। কিন্তু তিনি হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। ফলে পেস বোলিং নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে মুম্বই। সেই সমস্যা মেটাতেই মেরেডিথকে নেওয়া হল। শনিবার দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই। সেই ম্যাচে না হলেও, পরের ম্যাচ থেকেই মেরেডিথকে খেলানোর পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার।

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও, বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেরেডিথ। এবারের বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে ১৪ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন এই পেসার। মুম্বই ইন্ডিয়ানসের আশা, আইপিএল-এও একইরকম পারফরম্যান্স দেখাতে পারবেন মেরেডিথ।

গতবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি মুম্বই ইন্ডিয়ানস। এবারও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পর দলের বোলিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আরসিবি-র বিরুদ্ধে ৩ ওভার বোলিং করে ৩৭ রান দেন জেসন বেহরেনডর্ফ। ৪ ওভার বোলিং করে ৩৩ রান দেন জোফ্রা আর্চার। ২ ওভার বোলিং করে ৩০ রান দেন ক্যামেরন গ্রিন। ১ ওভার বোলিং করে ১৭ রান দেন হৃতিক শকিন। কম রান দেন একমাত্র পীযূষ চাওলা। ফলে বোলিং বিভাগ নিয়ে ভাবতে হচ্ছে রোহিতকে।

মুম্বই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন প্রধান কোচ টম মুডি দাবি করেছেন, ফাইনালে যেতে পারবেন না রোহিতরা। মুডির দাবি, ‘মুম্বই ইন্ডিয়ানস দলে অনেক সমস্যা আছে। মুম্বই ইন্ডিয়ানসের স্কোয়াডে ভারসাম্যেরও অভাব আছে। ওদের দলের ভারতীয় বোলিং লাইনআপে গভীরতা নেই। ওদের আন্তর্জাতিক বোলিং লাইনআপেও গভীরতা নেই। এবার ফাইনালে পৌঁছতে পারবে না মুম্বই।’ মুডিকে ভুল প্রমাণ করাই চ্যালেঞ্জ রোহিতদের। বোলাররা যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে জয় পেতে পারে মুম্বই।

আরও পড়ুন-

৫ বছর আগে ব্যর্থ হয়েছিলেন, এবারের আইপিএল-এ সেরা পারফরম্যান্স দেখাতে চান মার্ক উড

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে মার্করাম

২ ম্যাচে ৮ উইকেট, আইপিএল কাঁপাচ্ছেন মার্ক উড

PREV
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?
WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?