সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ প্রথম বোলার হিসেবে কোনও ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড। দ্বিতীয় ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

২০১৮ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ অভিষেক হয় ইংল্যান্ডের পেসার মার্ক উডের। কিন্তু অভিষেক ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই পেসার। সেই ম্যাচে তিনি ৪ ওভার বোলিং করে ৪৯ রান দেন। কোনও উইকেট পাননি। হতাশাজনক অভিষেকের পর আইপিএল-এ আর কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি উড। ৫ বছর পর প্রথম ম্যাচ খেলতে নামেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচে ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে পুরনো দল সিএসকে-র বিরুদ্ধে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন উড। প্রথম ২ ম্যাচ খেলেই ৮ উইকেট নেওয়া হয়ে গিয়েছে। তবে এখানেই থেমে থাকতে নারাজ তিনি। পরবর্তী ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য উডের। তিনি উইকেট নিয়ে যেতে চান। আইপিএল-এর নিলামে সাড়ে সাত কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়ে লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট যে ভুল করেনি, সেটা প্রমাণ করে দিতে চান উড।

এই পেসার বলেছেন, ‘আমার কাজ এতদিন অসমাপ্ত ছিল। আমি এখানে এসে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে চাইছিলাম। আমি ইংল্যান্ডের হয়ে ওডিআই, টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলেছি। কিন্তু আমি এর আগে আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। তাই আমি এবার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রমাণ করে দিতে চাই যে আইপিএল-এও সেরা বোলারদের মধ্যে থাকতে পারি।’

আইপিএল-এ প্রথমবারের অভিজ্ঞতা প্রসঙ্গে উড বলেছেন, ‘আমি সেবার তৈরি ছিলাম না। আমি একটিমাত্র ম্যাচ খেলেই বাদ পড়ে যাই। সেবার আমি নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলে আইপিএল-এ যোগ দিই। আমার প্রস্তুতি ভালো ছিল না। সেটা আমার নিজের খামতি ছিল। আমি তৈরি না হয়েই খেলতে নেমে পড়ি। ভালো পারফরম্যান্সও দেখাতে পারিনি। এবার আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। দল আমার উপর ভরসা রেখেছে। আমি সেই আস্থার যোগ্য মর্যাদা দিতে চাই। এখনও পর্যন্ত যে পারফরম্যান্স দেখাতে পেরেছি সেটা আমার ভালো লেগেছে। কে এল রাহুল আমাকে ভালোভাবে ব্যবহার করছে। টিম ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করছে। আমার ভূমিকা ঠিক কী হবে, দল আমার কাছ থেকে কী চাইছে, সেটা আমার কাছে স্পষ্ট। আমি আরও উইকেট নিতে চাই। সেটাই আমার দায়িত্ব। দল চাইছে আমি উইকেট নিয়ে যাই।’

আরও পড়ুন-

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম

ঊর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব নাসিম শাহের!

২ ম্যাচে ৮ উইকেট, আইপিএল কাঁপাচ্ছেন মার্ক উড