সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন ভুবনেশ্বের কুমার। দ্বিতীয় ম্যাচে অধিনায়ক বদল হচ্ছে।
এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৭২ রানে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টি-২০ ফর্ম্যাটে এটা অনেক বড় ব্যবধানে হার। এরপর শুক্রবার দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ। এই ম্যাচে আর নেতৃত্বে থাকছেন না পেসার ভুবনেশ্বর কুমার। তাঁর পরিবর্তে হায়দরাবাদের অধিনায়ক হিসেবে খেলতে নামবেন দক্ষিণ আফ্রিকার তারকা এইডেন মার্করাম। জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় প্রথম ম্যাচে ছিলেন না মার্করাম। দ্বিতীয় ম্যাচের আগেই তিনি দলে যোগ দিয়েছেন। অধিনায়কের পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার আরও দুই ক্রিকেটার মার্কো জ্যানসেন ও হেনরিক ক্লাসেন। ফলে দলের শক্তি বেড়েছে। শুক্রবার কে এল রাহুলদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি ময়ঙ্ক আগরওয়ালরা।
গত মরসুমে আইপিএল-এ ১০ দলের মধ্যে ৮ নম্বরে ছিল হায়দরাবাদ। তার আগে ২০২১ সালের আইপিএল-এ সবার শেষে ছিল দল। এবারও প্রথম ম্যাচে হায়দরাবাদের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। শুক্রবারও না জিততে পারলে দলের মনোবল তলানিতে গিয়ে ঠেকবে। সেই কারণেই সতর্ক সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। তাঁর ও মার্করামের ক্রিকেট-মস্তিষ্ক এবং দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যাচের ফল বদলে দেবে বলে আশা করা হচ্ছে। মার্করাম দলে যোগ দেওয়ায় ব্যাটিল বিভাগও শক্তিশালী হয়েছে। জ্যানসেন আসায় হায়দরাবাদের পেস বোলিং বিভাগও শক্তিশালী হয়ে উঠেছে। ফলে শুক্রবার জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দল।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পাওয়ার-প্লে কাজে লাগাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং করতে নেমে পাওয়ার-প্লে-তে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে রাজস্থান। হায়দরাবাদ যখন ব্যাটিং করতে নামে, তখন পাওয়ার-প্লে-তে ২ উইকেটে ৩০ রান হয়। পাওয়ার-প্লে-তে ভালো পারফরম্যান্স দেখাতে না পারার জন্যই হারতে হয় হায়দরাবাদকে। দ্বিতীয় ম্যাচে একই ভুল করতে নারাজ ওয়াশিংটন সুন্দর, উমরান মালিকরা। রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের বোলারদের মধ্যে টি নটরাজন ছাড়া আর কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। নটরাজন ৩ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল ভুবনেশ্বরের। ৩ ওভার বোলিং করে ৩৬ রান দেন এই অভিজ্ঞ পেসার। তিনি উইকেট পাননি। ৩ ওভার বোলিং করে ৩২ রান দেন ওয়াশিংটন সুন্দর। তিনিও উইকেট পাননি। ১ উইকেট পেলেও, ৩ ওভার বোলিং করে ৩২ রান দেন উমরান। দ্বিতীয় ম্যাচে এই ভুল এড়াতে হবে।
আরও পড়ুন-
২ ম্যাচে ৮ উইকেট, আইপিএল কাঁপাচ্ছেন মার্ক উড
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে এইডেন মার্করাম