IPL 2023: অধিনায়ক হিসেবে ১০ বছর পূর্ণ, রোহিতের প্রশংসায় মুম্বই ইন্ডিয়ানসের সতীর্থরা

Published : Apr 30, 2023, 04:07 PM ISTUpdated : Apr 30, 2023, 04:16 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

আইপিএল-এ সফলতম অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে তিনি ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। অধিনায়ক হিসেবে এই রেকর্ড আর কারও নেই।

এক দশক আগে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়কত্বের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার কাঁধে। প্রথম বছরেই সাফল্য এসেছিল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৫ বার মুম্বই ইন্ডিয়ানসকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন এই ব্যাটার। তিনিই আইপিএল-এ সফলতম অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও পিছনে ফেলে দিয়েছেন রোহিত। তিনি মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে এক দশক পূর্ণ করেছেন। রবিবার ৩৬-তম জন্মদিনে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ানসের। চলতি আইপিএল-এ ভালো জায়গায় নেই। জন্মদিনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতানোর লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক।

রোহিতের প্রশংসা করে মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড বলেছেন, 'ও নেতা হিসেবে অনেক পরিণত হয়েছে। ও ক্রমশঃ উন্নতি করেছে। ২০১৩ সালের আইপিএল-এর মাঝপথে ওকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় ওর বয়স অনেক কম ছিল। কিন্তু ও দ্রুত শিক্ষা নেয়। ওর মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল। ও সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা সৌভাগ্যবান যে ওকে অধিনায়ক হিসেবে পেয়েছি। ওর বিশাল অভিজ্ঞতা আছে। ওকে আরও উন্নতি করতে দেখতে চাই।'

মু্ম্বই ইন্ডিয়ানসের বোলিং কোচ শেন বন্ড বলেছেন, ‘ও আমাদের দলে একজন অসাধারণ ব্যক্তিত্ব। মাঠে ও মাঠের বাইরে ও সবসময় বড়মাপের একজন। ও যেভাবে দলকে নেতৃত্ব দেয়, তার ফলেই আমরা এই জায়গা পৌঁছতে পেরেছি। ও দুর্দান্ত কাজ করেছে।’

সতীর্থ সূর্যকুমার যাদব বলেছেন, 'এটা অধিনায়ক হিসেবে রোহিতের দশম বছর। মুম্বই ইন্ডিয়ানসের মতো ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ১০ বছর পূর্ণ করল রোহিত। এটা অনেক বড় কৃতিত্ব। ও নিজেই একটি কাহিনি রচনা করল। ও এই ফ্র্যাঞ্চাইজিকে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। ওর নেতৃত্বে দল ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।'

রোহিতের ওপেনিং পার্টনার ঈশান কিষাণ বলেছেন, ‘অধিনায়ক হিসেবে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া অসাধারণ কৃতিত্বের। ও অধিনায়ক হিসেবে কেমন সেটা আমি জানি। ও দলের জন্য অনেককিছু করেছে।’

রোহিতের প্রশংসা করে মুম্বই ইন্ডিয়ানসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন বলেছেন, 'মুম্বই যে সাফল্য পেয়েছে, তার কৃতিত্ব অনেকটাই রোহিতের প্রাপ্য। ওর জন্যই আজ দল এই জায়গায়।'

মুম্বই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট বলেছেন, ‘রোহিত সবসময় তরুণ ভারতীয় ক্রিকেটারদের উৎসাহ দেয়। এর ফলে আমাদের দলের শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। অধিনায়ক হিসেবে ও নিজের কাজটা খুব ভালো জানে। ও জানে কখন, কী করতে হবে। ও যখন প্রথমবার অধিনায়ক হয়, সেবারই দলকে চ্যাম্পিয়ন করে। তারপর ও অনেক পরিণত হয়েছে। এরকম বড়মাপের প্রতিযোগিতায় ও অসাধারণ সাফল্য পেয়েছে।’

আরও পড়ুন-

IPL 2023: এখনও পর্যন্ত কোনও ম্যাচে বিশ্রাম চাননি রোহিত, জানালেন বাউচার

Rohit Sharma Birthday: রোহিত শর্মার এই রেকর্ডগুলি ভাঙা যে কোনও ব্যাটারের পক্ষেই কঠিন

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে