IPL 2023: অভিষেক শর্মা-হেইনরিক ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং, দিল্লিকে হারিয়ে দিল হায়দরাবাদ

Published : Apr 29, 2023, 11:10 PM ISTUpdated : Apr 29, 2023, 11:30 PM IST
Sunrisers Hyderabad

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার এই দুই দলের লড়াই ছিল। অরুণ জেটলি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হল। 

দিল্লি ক্যাপিটালসকে সহজেই হারিয়ে চলতি আইপিএল-এ তৃতীয় জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু অঙ্কের বিচারে সামান্য সম্ভাবনা জিইয়ে রাখল এইডেন মার্করামের দল। অন্যদিকে, ফের হেরে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল-এর শুরু থেকেই খুব খারাপ পারফরম্যান্স ডেভিড ওয়ার্নারের দল। প্রথম ৫ ম্যাচই হারের পর কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয় পায় দিল্লি। কিন্তু শনিবার ফের হার পয়েন্ট তালিকায় তলানিতেই রেখে দিল দিল্লিকে। এখান থেকে উপরের দিকে যাওয়ার আশা খুবই কম।

এদিন অবশ্য হেরে গেলেও, শেষপর্যন্ত লড়াই চালায় দিল্লি ক্যাপিটালস। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক মার্করাম। তাঁর এই সিদ্ধান্তই শেষপর্যন্ত ঠিক প্রমাণিত হল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৯৭ রান করে। ৩৬ বলে ৬৭ রান করেন ওপেনার অভিষেক শর্মা। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়াল অবশ্য ৩৬ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা রাহুল ত্রিপাঠি করেন ১০ রান। মার্করাম করেন ৮ রান। ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান হ্যারি ব্রুক। ২৭ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন হেইনরিক ক্লাসেন। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ২১ বলে ২৮ রান করেন আবদুল সামাদ। ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন আকিল হোসেন। দিল্লির হয়ে অসাধারণ বোলিং করেন মিচেল মার্শ। তিনি ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। ১ উইকেট করে নেন ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেল।

রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান করেই থেমে যায় দিল্লি ক্যাপিটালস। ইনিংসের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় বলেই আউট হয়ে যান ওয়ার্নার (০)। অপর ওপেনার ফিলিপ সল্ট অবশ্য লড়াই করেন। তিনি ৩৫ বলে ৫৯ রান করেন। তিনি ৯টি বাউন্ডারি মারেন। ৩৯ বলে ৬৩ রান করেন মার্শ। তাঁর ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। মণীশ পাণ্ডে মাত্র ১ রান করেন। প্রিয়ম গর্গ করেন ১২ রান। সরফরাজ খান করেন ৯ রান। ১৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর। ১১ রান করে অপরাজিত থাকেন রিপল প্যাটেল। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০ রান দিয়ে ২ উইকেট নেন ময়ঙ্ক মার্কণ্ডে। ১ উইকেট করে নেন ভুবনেশ্বর কুমার, আকিল, টি নটরাজন ও অভিষেক।

আরও পড়ুন-

IPL 2023: আমেদাবাদে হারের বদলা ইডেনে, কেকেআর-এর বিরুদ্ধে সহজ জয় গুজরাট টাইটানসের

IPL 2023: বড় দলের বিরুদ্ধে ক্যাচ ফস্কালে জেতা যায় না, আফশোস নীতীশ রানার

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর